বিশ্বব্যাপী রেকর্ড আয়, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কত পারিশ্রমিক পেলেন শাহরুখ, রণবীর, আলিয়ারা

অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) কার্যত বয়কটের ট্রেন্ডকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে বলিউডের সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে চাইছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ২১৫ থেকে ২২৫ কোটি টাকা তুলে নিয়েছে এই ছবিটি। ৪২০ কোটি টাকা বাজেটের ছবির ক্ষেত্রে এই আয় নিতান্ত খারাপ নয়। তার উপর আবার যেখানে ছবি বয়কট করতে উঠেপড়ে লেগেছেন সমালোচকরা। ছবির বাজেট যেমন তাক লাগাচ্ছে তেমনই অবাক করছে তারকাদের পারিশ্রমিক। আজ এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল ব্রহ্মাস্ত্র তারকাদের পারিশ্রমিকের (Brahmastra Stars Remuneration) অঙ্কটা।

রণবীর কাপুর (Ranbir Kapoor) : ব্রহ্মাস্ত্র পার্ট ১ শিবা, এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার কাছেই রয়েছে অগ্নি অস্ত্র। যার ব্যবহার করে তিনি ‘ব্রহ্মাস্ত্র’কে রক্ষা করতে চেয়েছেন, রক্ষা করতে চেয়েছেন গোটা বিশ্বকে। ব্রহ্মাস্ত্র রক্ষা নিয়েই অন্ধকারের রানী জুনুনের সঙ্গে শিবার লড়াই। এই চরিত্রের জন্য রণবীর কাপুর ২৫ থেকে ৩০ কোটি টাকা পেয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

 

আলিয়া ভাট (Alia Bhatt) : ছবির নায়িকা আলিয়া, ইশা চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি শিবার প্রেমিকা। ইশা নামের আরেক অর্থ পার্বতী। যেখানে শিব সেখানে তো পার্বতী থাকবেনই। ছবির প্রথম পার্টে আলিয়া রণবীরের শক্তির উৎস হিসেবে কাজ করেছেন। এই চরিত্রের জন্য ১০ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন আলিয়া এমনটাই খবর।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : ব্রহ্মাংশের গুরু চরিত্রটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ব্রহ্মাস্ত্র রক্ষার জন্য তার কাছে সমস্ত অস্ত্রের কৌশল রপ্ত করেন শিক্ষার্থীরা। শিবাকে তিনিই তার শক্তি সম্পর্কে জানান। সেই সঙ্গে শিবার আসল পরিচয়ও তিনিই তাকে বলে দেন। ব্রহ্মাস্ত্রের পরবর্তী পার্টগুলিতেও অমিতাভকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবির জন্য তিনি ৮ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

নাগার্জুন (Nagarjuna) : ব্রহ্মাস্ত্র ছবির অন্যতম আকর্ষণ হলেন দক্ষিণী তারকা নাগার্জুন। ছবিতে একজন আর্টিস্ট চরিত্রে তিনি ধরা দিয়েছেন। তার কাছে রয়েছে নন্দী অস্ত্র। ছবিতে দেখানো হয় জুনুনকে আটকাতে গিয়ে গভীর খাদের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে। দক্ষিণের এই তারকাকে তার চরিত্রের জন্য পারিশ্রমিক বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছে।

মৌনি রায় (Mouni Roy) : ছবির মুখ্য ভিলেন জুনুন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন মৌনি রায়। ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী এই ছবিতে অন্ধকারের রানী। তার অভিনয় থেকে লুক সবটাই তাক লাগিয়েছে। ছবির জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যাচ্ছে।

 

শাহরুখ খান (Shah Rukh Khan) : অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুরুটা হয়েছে শাহরুখ খানের হাত ধরেই। ক্যামিও চরিত্র হলেও ছবি প্রথম দৃশ্যেই শাহরুখ খানকে দেখে মন ভরে গিয়েছে দর্শকদের। ছবিতে তিনি একজন বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করেছেন যার কাছে বানরাস্ত্র রয়েছে। যদিও শাহরুখ এই ছবি থেকে কত পারিশ্রমিক পেয়েছেন তা জানা যায়নি।

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) : ছবিতে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল। তিনিও ব্রহ্মাংশের একজন সদস্য। ডিম্পল তার চরিত্রের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।