
পুরো বিশ্বে কোরোনা ভাইরাসের প্রকোপে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। লাখে লাখে মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসের থেকে ছড়িয়ে পড়া অসুখ কভিড ১৯ এ। ইতিমধ্যেই ভারতে থাবা বসিয়েছে এই ভাইরাস। ভারতে প্রায় ২হাজার মানুষ আক্রান্ত এই ভাইরাসে। ইতালি, স্পেনের মতন প্রথম সারির দেশগুলি রীতিমত স্তব্ধ এই ভাইরাসের প্রকোপে। ভারতে চলছে লক ডাউন। কিন্তু চিন বাদে ভারতের পড়শী দেশগুলির পরিস্থিতি সম্পর্ক অনেকেই অজানা। দেখে নাওয়া যাক এই দেশগুলোতে কোরোনা পরিস্থিতি কেমন।
১। পাকিস্তান – পাকিস্থানে আক্রান্তের সংখ্যা ভারতের কাছাকাছি। কিন্তু একই সাথে মনে রাখতে হবে এই দেশে জনসংখ্যা ভারতের থেকে অনেক কম। কিন্তু জনসংখ্যা বিচার করলে পাকিস্তানের পরিস্থিতি বেশ খারাপ। সিন্ধু প্রদেশে আক্রান্ত ৭০৪ জন। পাঞ্জাব প্রদেশে – ৭৪০ জন। খাইবার পাখতুনখোয়াতে – ২৫৩ জন। বেলুচিস্তানে – ১৫৮ জন। গিলগিট-বালটিস্তানে – ১৮৪। ইসলামাবাদে – ৫৪ জন। পাক অধিকৃত কাশ্মীরে – ৬ জন।
• মোট আক্রান্ত – ২১০০ এর বেশী।• মৃত – ২৬ জন।
২। আফগানিস্তান – এইখানে ইতিমধ্যেই অবস্থা বেশ সঙ্কটজনক এবং পরবর্তীকালে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে এবং এর জন্যই বাড়ছে আশঙ্কা। • মোট আক্রান্তের সংখ্যা – ১৯৬ জন • মৃত – ৩জন
৩। শ্রীলঙ্কা– এই ছোট্ট দেশে এই সংক্রমন ছড়ানোর সম্ভাবনা অনেক বেশী। মঙ্গলবার একদিনেই ২১ জন আক্রান্ত হয়।
- মোট আক্রান্তের সংখ্যা- ১৪৩ • মৃত – ১জন
৪। বাংলাদেশ– এই দেশের জনসংখ্যা অনেক বেশী এবং সেই তুলনায় আক্রান্তের সংখ্যা কম। তবে ভবিষ্যতে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
- মোট আক্রান্তের সংখ্যা – ৫৪ • মৃত – ৬ জন।
৫। মালদ্বীপ – এই দেশে আতঙ্ক এখনও পর্যন্ত তেমন ভাবে বিস্তৃত হয়নি এবং ইতিমধ্যেই আক্রান্তের মধ্যে ৯ জন সুস্থ হয়ে উঠছেন।
• আক্রান্তের সংখ্যা- ১৭ জন। • মৃত – একজনও না।
আরও পড়ুন :- জ্বর সর্দি গলাব্যাথা নয়, করোনা সংক্রমনে দেখা যাচ্ছে ৫টি নতুন লক্ষণ
৬। নেপাল – আক্রান্তের সংখ্যা পাঁচ। মৃত্যু নেই। এই রাষ্ট্রের সরকার রোগের থাবা বসানোর আগেই সম্পূর্ণ রাষ্ট্রে লক ডাউন ঘোষণা করে দেয়।ফলে পরিস্থিতি বেশী খারাপ হবেনা বলেই আশা রাষ্ট্রের লোকেদের।
- আক্রান্তের সংখ্যা – ৫ জন • মৃত – একজনও নয়।তবে
৭। ভুটান –এইখানেও এখনও পর্যন্ত জাকিয়ে থাবা বসাতে পারেনি কোরোনা ভাইরাস।
- মোট আক্রান্তের সংখ্যা -৪জন • মৃত – একজনও না।
আরও পড়ুন :- আপনার জেলায় এই হাসপাতালেই হচ্ছে করোনার চিকিত্সা
৮। মায়ানমার – মায়ানমারে জনসংখ্যা অনেক বেশী। সেই তুলনায় এই দেশে আক্রান্তদের সংখ্যা কম।
• মোট আক্রান্তদের সংখ্যা – ১৫ জন • মৃত – ১জন।