যেসব সিনের শুটিং নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকে তার অন্যতম হলো বাথরুম সিন। বিভিন্ন সময় ফিল্মে এমনকি অনেক অ্যাডভার্টাইজমেন্ট এর ক্ষেত্রেও বাথরুম সিন দেখা যায়, কিন্তু সেই সিন গুলো কিভাবে ক্যামেরাবন্দী হয় সেই নিয়ে মানুষের মনে কৌতুহল থাকে। এই প্রশ্নেরই উত্তর দিলেন টেলিভিশন তারকা গরিমা গোয়েল তার নিজস্ব ইউটিউব চ্যানেল গারিমাস গুড লাইফে।
কয়েক মাস আগে তিনি তার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি বিস্তারিত ভাবে দেখিয়েছেন বাথরুমে “শাওয়ার সিন”আসলে কিভাবে শুট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে গণ মাত্র কয়েকজন ব্যাক্তি ( পরিচালক, ক্যামেরা ম্যান এবং ক্রিউ মেম্বার দের কিছুজন) এর উপস্থিতিতে নায়ক নায়িকাকে শরীরের রঙের অন্তর্বাস পড়িয়ে সেই সিন গুলোর শুটিং হয়।
তারপর সেগুলিকে এডিটিং সফটয়্যারে ফেলে খুব সাবধানে সেগুলো এডিট করে এমন ভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয় যাতে সত্যিই দর্শকরা মনে করেন যে নায়ক নায়িকা নগ্ন।তেমনই কিসিং সিনের সময় অনেক ক্ষেত্রে নায়ক নায়িকারা একে অপরের সামনেও থাকেন না। গ্রাফিক্সের মাধ্যমে সম্পূর্ণ সিন শুট করা হয়।তবে বর্তমানে অনেক ক্ষেত্রেই নায়ক নায়িকারা সত্যিই অনায়াসে এই দৃশ্য শুট করেন কিন্তু সেক্ষেত্রে আপত্তি থাকলে গ্রাফিক্স কারসাজির মাধ্যমেই এই সিন তৈরি হয়।
এবার বাথরুম সিন বা শাওয়ার সিনের ব্যাপারেও তুলে ধরলেন গরিমা।প্রসঙ্গত উল্লেখ্য গরিমা গোয়েল একজন টেলিভিশন তারকা যিনি “পেয়ার তুনে ক্যায়া কিয়া”, “আকবর বীরবল”, “তারক মেহতা কা উল্টা চশমা” ইত্যাদি শোতে কাজ করেছেন এবং পাশাপাশি তিনি একজন ব্লগার এবং ইউটিউব ক্রিয়েটার।