মেয়েদের শরীরের কোন অঙ্গ সব সময় গরম থাকে? জানলে চমকে যাবেন

মেয়েদের শরীরের কোন অঙ্গ সবসময় গরম থাকে? কেবল ১% মানুষ সঠিক উত্তর দিয়েছেন

Most Hot Parts Of Women`s Body : চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ‌। এই ধাপ কেবল পরীক্ষার্থীর সাধারণ জ্ঞান যাচাইয়ের জন্য নয়, তার পার্সোনালিটি মানসিকতা থেকে শুরু করে বোধশক্তির পরীক্ষণের সময়। ইন্টারভিউ দেওয়ার আগে তাই অনেকেই নানাভাবে তার প্র্যাকটিস করে থাকেন। তবুও কিছু প্রশ্নের উত্তর তো অজানাই থেকে যায় (Interview Questions And Answers)।

আজকের এই প্রতিবেদনে রইল কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর যেগুলো শুধু ইন্টারভিউ বোর্ডে নয় লিখিত পরীক্ষাতেও থাকে। সেই সঙ্গে থাকলো এমন কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে দিতে পারে। এক নজরে দেখে নিন সেই প্রশ্ন এবং উত্তর। ১. ডাবের জলে কোন হরমোন থাকে? উত্তর : কাইনিন (Kinin Hormone) থাকে। ২. বাটারফ্লাই (Butterfly) কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর : সাঁতার।

BUTTERFLY STROKE

৩. বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তর : ঝাড়খন্ড (Jharkhand)। ৪. বিধবা বিবাহ আইন (Widow Marriage Act) কত সালে পাশ করা হয়েছিল? উত্তর : ১৮৫৬ সালে। ৫. কোন মাসে একজন মানুষ সব থেকে কম ঘুমায়? উত্তর : যে মাসে দিন সংখ্যা সব থেকে কম থাকে সেই মাসে মানুষ সব থেকে কম ঘুমায়। তাই সঠিক উত্তর হল ফেব্রুয়ারি মাস।

৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? উত্তর : ২ বার। ৭. পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কাগজ ব্যবহার করেছিল? উত্তর : চীন। ৮. ভুটানের দীর্ঘতম নদীর নাম কী? উত্তর : মানস। ৯. গ্রীসের রাজধানীর নাম কী? উত্তর : এথেন্স। ১০. ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : উড়িষ্যার কটকে।

TOKYO JAPAN

আরও পড়ুন : বিশ্বের সবথেকে দামী এই আইসক্রিম খেতে গেলে আম্বানিরাও দুবার ভাবে, জানেন এতে কী থাকে?

১১. জাপানের বৃহত্তম বিমান বন্দরের নাম কী? উত্তর : জাপানের রাজধানী টোকিও। ১২. পায়রা কীসের প্রতীক? উত্তর : পায়রা শান্তির প্রতীক হিসেবে ধরা হয় প্রাচীনকাল থেকেই। ১৩. মেয়েদের শরীরের কোন অঙ্গ আমরা খেতে পারি? উত্তর : লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢেঁড়স। ১৪. মেয়েদের শরীরের কোন অঙ্গ সব সময় গরম থাকে? উত্তর : নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই শরীরের একটি অঙ্গ সবথেকে বেশি গরম থাকে। যার নাম Bone Joint।