

প্রবল গরমে সকলেরই প্রায় হাঁসফাঁস দশা। এই গরমে যাদের প্রতিনিয়ত বাইরে বের হতেই হচ্ছে তাদের অবস্থা বেশ শোচনীয়। অতিরিক্ত সূর্যের তাপ আর বাইরের ধুলোবালি ত্বক করে তোলে ময়লা। সূর্যের চড়া তেজে ত্বক তার স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলে। তবে যদি আপনি দিনে অন্তত একবার ত্বকের যত্ন নিতে চান তাহলে নিচের এই ফেসপ্যাকটি (Homemade Facepack) ব্যবহার করে দেখুন।
এখানে যে উপকরণের কথা বলা আছে সেই উপকরণের জন্য আপনাকে বাড়তি কোনও খরচ করতে হবে না। ঘরোয়া উপাদান হিসেবে এইসময় টক দই আর পাতিলেবু প্রায় সকলের ঘরেই থাকে। খাবার পাতে টক দই আর লেবুর শরবত শরীর যেমন ঠান্ডা রাখে, তেমনই নিষ্প্রাণ ত্বকের যত্ন নেয়। সপ্তাহে মাত্র ৭ দিন পর পর এই ফেসপ্যাক ব্যবহার করে তফাতটা দেখুন।
ফেসপ্যাক বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ : ১. টক দই, ২. আলুর রস, ৩. পাতিলেবুর রস,
ফেসপ্যাক ব্যবহার করার পদ্ধতি : প্রথমে টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ পাতি লেবুর রস এবং সামান্য আলুর রস ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন। ফেসপ্যাক লাগানো হয়ে গেলে অপেক্ষা করুন ১০ মিনিট। ১০ মিনিট পর সামান্য জল দিয়ে ভালো করে হাত ঘষে ঘষে ফেসপ্যাকটি ধুয়ে ফেলুন।
দই-লেবুর ফেসপ্যাক ব্যবহার করার উপকারিতা : টক দই এবং পাতি লেবুর মধ্যে প্রাকৃতিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড কার্যত ত্বকের জন্য অত্যন্ত উপকারী। বিশিষ্ট গরমের সময় ত্বক খুব সহজেই নির্জীব ও তৈলাক্ত দেখাতে পারে। দিনে অন্তত একবার এইভাবে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের আলাদা করে আর কোনও যত্ন নেওয়া প্রয়োজন পড়বে না।
আলুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। অনেকেই পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে ব্লিচ করিয়ে আসেন। তবে দই, লেবু এবং আলুর রসের এই ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করতে দারুণ সহায়তা করে। পরপর সাতদিন যদি এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলেই দেখবেন ত্বকের উপরের কালো দাগ গায়েব হয়ে গিয়েছে।