রাখী বন্ধনের নেপথ্য ইতিহাস, রাখি পূর্ণিমার পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব চমকে দেবে

রাখি বন্ধনের ইতিহাস, পৌরাণিক, ঐতিহাসিক ব্যাখ্যা এবং গুরুত্বগুলি জেনে নিন

Rakhi Bandhan 2023 : ৩০ শে আগস্ট, বুধবার আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু এবং মুসলমানের মধ্যে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাখি বন্ধন অনুষ্ঠানর প্রচলন করেন। তবে পুরাণ অনুসারে আজ থেকে প্রায় ৬০০০ বছর আগে থেকেই রাখি বন্ধনের প্রচলন চলে আসছে। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠান পালিত হয়।

রাখি বন্ধনের পৌরাণিক ইতিহাস

পুরান মতে, ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী দাদার মত শ্রদ্ধা করতেন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোনের মত স্নেহ করতেন এবং আগলে রাখতেন। চেদি রাজ্যের রাজা শিশুপালকে নিজের সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করার সময় শ্রীকৃষ্ণের হাত কেটে যায়। ওই সময় দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। শ্রীকৃষ্ণ এর পরিপ্রেক্ষিতে দ্রৌপদীর রক্ষা করার প্রতিশ্রুতি দেন এবং রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার সম্মান রক্ষা করেন।

Rakhi Bandhan History

এছাড়াও শোনা যায় যমরাজের বোন যমুনা দাদার দীর্ঘায়ু কামনা করে তার হাতে রাখি পরিয়েছিলেন। আরেকটি প্রচলিত গল্প অনুসারে দেবী লক্ষ্মী এক হতদরিদ্র নারীর বেশে বানররাজ বালির কাছে আশ্রয় চেয়ে শরণাপন্ন হন। বালি তাকে আশ্রয় দিলে তিনি তার হাতে একটা কাপড়ের টুকরো বেঁধে দেন। সেই থেকেই বলা হয়, রাখি বন্ধনের এই অনুষ্ঠানে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। আর ভাইও আজীবন বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন।

রাখী বন্ধনের ঐতিহাসিক গুরুত্ব

শুধু পুরাণের কল্পকথা নয়, রাখী বন্ধনের ঘটনার উল্লেখ পাওয়া যায় ইতিহাসেও। মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে মেবারের রাজপুত রানী কর্ণবতীর ভাই-বোনের সুসম্পর্ক ছিল। স্বামীর মৃত্যুর পর গুজরাটের সুলতান বাহাদুর শাহ মেবার দখল করার জন্য আক্রমণ করে বসেন। কর্ণবতী তখন রাজ্য রক্ষা করার জন্য একটি রাখি পাঠিয়ে মুঘল সম্রাট হুমায়ুনের কাছে সাহায্য প্রার্থনা করেন। হুমায়ুন সেই ডাকে সাড়া দেন এবং বোনের রাজ্য রক্ষা করেন।

Rakhi Bandhan History

এছাড়াও শোনা যায় আলেকজান্ডার এবং পুরুর মাঝে যুদ্ধের সময় আলেকজান্ডারের স্ত্রী রুকসানা পুরুর কাছে একটি রাখি পাঠিয়ে প্রার্থনা করেন তার স্বামীকে যেন হত্যা না করা হয়। পুরু তার কথা রেখেছিলেন। আলেকজান্ডারকে বাগে পেয়েও তিনি হত্যা করেননি।‌ এইসব ঘটনার উল্লেখ পাওয়া যায় নানা ঐতিহাসিক কাহিনীতে। যুগ যুগ ধরে আজও বোনেরা ভাইয়ের হাতে এই শুভদিনে রাখী পরিয়ে দেন।

Rakhi Bandhan History

আরও পড়ুন : কারও ২৬, কারও ২৪ বছর! বলিউডের সেলিব্রিটি ভাইবোনদের বয়সের পার্থক্য আপনাকে অবাক করবে

তবে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের আহবানে রাখি বন্ধন উৎসব এক আলাদা মাত্রা পেয়েছিল। ধর্মীয় সংকীর্ণতা ভুলে হিন্দু-মুসলিম নির্বিশেষে একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে একত্রিত থাকার বার্তা দিয়েছিলেন। রাখি বন্ধন অনুষ্ঠানের পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব অসীম। আজও সমাজে এর গুরুত্ব রয়েছে। মানুষে মানুষে বিভেদ নয়, একত্রিত থাকতে হবে। নারীর সম্মান রক্ষা কর্তব্যের মধ্যে পড়ে। এই বার্তায় যুগ যুগ ধরে দিয়ে চলেছে রাখী বন্ধনের উৎসব।

আরও পড়ুন : Raksha Bandhan 2023 : রাশি অনুযায়ী বেছে নিন রাখির রং, সুখ-সমৃদ্ধিতে উথলে উঠবে সংসার