বর্তমানে সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। অনেকসময় দেখা যায়, প্যান কার্ডের অফলাইন আবেদনের সময় যে ফর্ম দেওয়া হয় তাতে আমরা ঠিক তথ্য দিলেও, যে প্যান কার্ড আমরা হাতে পেয়ে থাকি তাতে দেখি নিজের নাম বা বাবার নাম বা জন্ম তারিখ এইসব কিছুতে ভুল দেখা যায়। আর তাই আমাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। সাধারণত এইসব ক্ষেত্রে আমাদের আবার নুতন করে প্যান কার্ড করানো ছাড়া আর কিছু উপায় থাকে না। কিন্তু আপনি কী জানেন আপনি অনলাইনেই আপনার প্যান কার্ডের যে অংশে ভুল আছে তা নিজেই সংশোধন করাতে পারবেন ? তবে তার জন্য জানতে হবে নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি। আর তাই জেনে নিন কীভাবে আমাদের প্যান কার্ডে থাকা ভুল আমরা অনলাইনে সংশোধন করবো?
প্যান কার্ডের ভুল তথ্য সংশোধন করার পদ্ধতি
আয়কর দফতর দুই এজেন্সির মাধ্যমে অনলাইনে প্যান কার্ড পাওয়ার বন্দোবস্ত করে রেখেছে। এরা হল- NSDL (National Securities Depository Ltd) এবং UTIITSL (UTI Infrastructure Technology And Services Ltd)। যদি NSDL মারফত প্যান কার্ডের রি-প্রিন্ট বা ভুল সংশোধনের জন্য এগোতে চান, তার জন্য লিঙ্ক করুন এখানে –https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
এর পর যা করতে হবে
- এখানে ক্লিক করে আপনি ক্লিক করবেন Application Type’ অপশনে” Individual” ক্লিক করুন এবং তারপর একটা ড্রপ ডাউন মেনুতে গিয়ে ক্লিক করবেন ,‘Changes or Correction in Existing PAN card’ এখানে আপনাকে পূরণ করতে হবে আপনার সম্বন্ধে যাবতীয় তথ্য।
- যাবতীয় তথ্য দিয়ে submit করলে আপনাকে নির্দিষ্ট পেজে নিয়ে যাওয়া হবে।
- একটা নির্দিষ্ট টোকেন নাম্বার দেওয়া হবে আপনার প্যান কার্ড সংশোধনের অনুরোধের নাম্বার হিসাবে।সেই একই নাম্বার আপনাকে ইমেল করেও পাঠিয়ে দেওয়া হবে আপনার ইমেল আড্রেসে।
- এবার যে পেজটি আপনার স্ক্রিনে থাকবে সেখানে খুঁজুন ,’Submit scanned images through e-Sign’ নামের অপশনটি যা সাধারণত পেজের উপর দিকে থাকে।এবার তা খুঁজে পেলে ক্লিক করুন ,এবং ক্লিক করার পর আপনি আপনার প্যান কার্ডের নাম্বার জানান যা সংশোধন করতে চান ।
- এবার যে ফর্মটি ফিলাপ করবেন, তা কিন্তু খুবই যত্নসহকারে পূরণ করুন, তাতে যেন কিছু ভুল না হয়।আপনি যদি প্যান কার্ড সংশোধন করছেন তাহলে ফর্মে যেসব “* “চিহ্নিত অংশ আছে তা অবশ্যই পূরণ করুন ,এবং বা দিকের মার্জিনের দিকে থাকা উপযুক্ত শূন্যস্থানে আপনার যা কিছু সংশোধন করা হবে তা পূরণ করুন।
- আপনার সম্বন্ধে সবকিছু তথ্য দেওয়ার পর ক্লিক করুন ,’next’ অপশনে।
- এখানে আপনাকে আপনার বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র ,এবং পরিচয়পত্র আপলোড করতে হবে।
- যদি কেউ ফর্ম পূরণ করার সময় আধার নাম্বার উল্লেখ করেছেন আগেই ,তাহলে তাকে আধারের প্রমানপত্র হিসাবে আধার কার্ড আপলোড করতে হবে।আর যদি আপনি আপনার বয়সের ,ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকেই বেছে নিয়েছেন তাহলে অবশ্যই আধার কার্ড আপলোড করতে হবে।
- সেভ করার আগে একবার আপনি আপনার দেওয়া তথ্যের প্রিভিউ দেখে নিতে পারবেন, তাই ভালো করে দেখে নিন সমস্ত কিছু তথ্য যা আপনি দিয়েছেন তা যেন সঠিক হয়,
- সবকিছু তথ্য দেখে নেওয়ার পর ,এবার আপনার পেমেন্ট করার পালা।আপনি যদি যোগাযোগের ঠিকানা হিসাবে ভারতের মধ্যে কোন ঠিকানা দিয়ে একজন আবেদনকারী হন তাহলে আবেদন ফি হিসাবে আপনাকে দিতে হবে ১১০ টাকা।আর আপনি যদি যোগাযোগের ঠিকানা হিসাবে বিদেশের ঠিকানা দিয়ে থাকেন অর্থাৎ বিদেশে বসবাসকারী ভারতীয় হন তাহলে আপনাকে দিতে হবে ১,০২০ টাকা।
পেমেণ্ট পদ্ধতি
আপনি আপনার পেমেন্ট ডেবিট বা ক্রেডিট কার্ড ,বা নেট ব্যাঙ্কিং ,বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে পারেন।তবে যদি আপনি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে ‘NSDL-PAN’এর পক্ষে করতে হবে যা pay able in Mumbai হবে।ডিমান্ড ড্রাফটের পিছন দিকে আবেদনকারীর নাম ও একনলেজমেন্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে।
একনলেজমেন্ট প্রিন্ট
সফলতার সঙ্গে পেমেন্ট জমা করার পর, কম্পিউটার স্ক্রিনে ডাউনলোড করা যাবে এমন একনলেজমেন্ট দেখা যাবে।আবেদনকারীকে অর্থাৎ আপনাকে তা সেভ করে, প্রিন্ট করে পাঠাতে হবে NSDL e-Gov তে।আবেদনকারীকে তার সাথে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে একনলেজমেন্ট পেপারের নির্দিষ্ট জায়গায়।এছাড়াও ফটো লাগানোর পর আপনাকে এমন ভাবে স্বাক্ষর করতে হবে যাতে আপনার স্বাক্ষরের কিছুটা অংশ একনলেজমেন্ট পেপারে এবং বাকিটা আপনার রঙিন পাসপোর্ট সাইজের ফটো তে থাকে ।
আরও পড়ুন : প্যান কার্ড সম্পর্কে ১০ টি আকর্ষনীয় তথ্য যা আপনি জানেন না
একনলেজমেন্ট ফর্ম পাঠানোর পদ্ধতি
এবার আপনাকে একটা খামের মধ্যে এই একনলেজমেন্ট ফর্মটি ভরে তার উপর লিখতে হবে “‘Application for PAN change request’ এবং তার সাথে দিতে হবে একনলেজমেন্ট নাম্বার।এছাড়াও খামের মধ্যে দিতে হবে ডিমান্ড ড্রাফট যদি তা আপনি পেমেন্টের মাধ্যম হিসেবে নির্বাচিত করেছেন, আপনার কাছে বর্তমান থাকা প্যান কার্ডের জেরক্স,এবং জন্মের ,ঠিকানার, ও পরিচয়পত্রের জেরক্স।আর তা পাঠাতে হবে হবে এই ঠিকানায়,
NSDL e-Gov at ‘Income Tax PAN Services Unit, NSDL e-Governance Infrastructure Limited, 5th Floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune -411016
তবে মনে রাখবেন আপনার অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ১৫ দিনের মধ্যেই একনলেজমেন্ট ফর্ম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ ভরা খাম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
আরও পড়ুন : ভোটার কার্ড কীভাবে আবেদন, ট্র্যাক এবং সংশোধন (অনলাইন / অফলাইন) করবেন ?
UTIITSL মারফত সংশোধন প্রক্রিয়া
আর যদি UTIITSL মারফত সংশোধন করতে চান? সে ক্ষেত্রে ক্লিক করুন এই লিঙ্কে- https://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp
এই পোর্টালের সুবিধা হল, এখানে এফআইআর-টাই সরাসরি ব্যবহার করতে পারবেন প্যান কার্ডের প্রমাণপত্র হিসাবে। তার পর বাকি কাজ হয়ে যাবে সহজেই।
অফলাইনে সংশোধন প্রক্রিয়া
অফলাইনে আধার কার্ড সংশোধন করতে চাইলে , আপনাকে প্রথমেই সংগ্রহ করতে হবে ,”Pan correction form” যা সাধারণত অনলাইনে পাওয়া ফর্মের মতোই। তাই আপনি অনলাইনে প্রিন্ট আউট বার করেও তা পূরণ করতে পারেন। আপনার সম্বন্ধে যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করার পর তা আপনাকে আপনার বাড়ির নিকটস্থ NSDL সংগ্রহকারী সেন্টারে তা জমা দিতে হবে ।এবং তার সাথে আপনাকে একটি চিঠিও লিখতে হবে jurisdictional Assessing Officer এর উদ্দেশ্যে।