স্ত্রী-দুই সন্তানের জন্য কত সম্পত্তি রেখে গেলেন, প্রকাশ্যে এল কেকের সম্পত্তির খতিয়ান

‘ছোটিসি হ্যায় জিন্দেগি’, ‘হাম রাহে ইয়া না রাহে কাল’, তার নিজের গানের কথাগুলি যেন তার জীবনের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায়। মাত্র ৫৪ বছর বয়সে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে বলিউডকে শূণ্য করে দিয়ে চলে গেলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে (KK)। এই শূন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। স্ত্রী এবং দুই সন্তানকে রেখে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন তিনি। জানেন কি পরিবারের জন্য কত সম্পত্তি রেখে গিয়েছেন কে কে (KK’s Net Worth)?

১৯৭০ সালে জন্ম হয়েছিল তার। হিন্দি ছাড়াও মারাঠি, বাংলা, গুজরাটি, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং তামিল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গায়কী সকলের মন জয় করে নিয়েছে। একটা গোটা প্রজন্ম তার গানকে সঙ্গী করে হেসেছে, কেঁদেছে, বড় হয়েছে। ‘ইয়ারো’, ‘কই কহে কহতা রহে’, ‘ম্যায় দিল সে কাহা’, ‘আওয়ারাপান বাঞ্জারাপান’, ‘দাস বাহানে’, ‘খুদা জানে’, ‘দিল ইবাদত’, ‘তুহি মেরি শাব হে’, ‘পাল’ এর মন মত বহু সুপারহিট গান রয়েছে তার ঝুলিতে।

স্নাতকের পড়াশোনা শেষ করার পর কেকে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি নিয়েছিলেন। তবে বলিউড তাকে বারবার টেনেছে। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের সমর্থনে ‘জোশ অফ ইন্ডিয়া’ গানটি শুনিয়েছিলেন তিনি। এরপর তিনি তার সংগীত অ্যালবাম ‘পাল’ রিলিজ করেন। তারপর থেকে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। তার কেরিয়ার গ্রাফ তরতরিয়ে উঠেছে।

চাকরি ছেড়ে গানটাকেই পেশা হিসেবে নিয়েছিলেন কে কে। তার সিদ্ধান্ত ভুল ছিল না। শুধু গানের অ্যালবাম নয়, বলিউডের বহু ছবিতেও তিনি নেপথ্যে কণ্ঠ দিয়েছেন। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির ‘তড়প তড়প কে ইস দিল সে’ গান তাকে বলিউডে বড় ব্রেক এনে দিয়েছিল। কেকের এই গান শ্রোতাদের চোখে জল এনে দিয়েছিল। এই গানের মাধ্যমে তিনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যান।

১৯৯৯ সালে তিনি বিয়ে করেছিলেন তার ছোটবেলার প্রেমিকা জ্যোতিকে। তাদের দুই সন্তান রয়েছেন। ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথ এবং মেয়ে তামরা কুন্নাথ আর স্ত্রী জ্যোতিকে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন গায়ক। ৫৪ বছরের জীবনে তিনি ২০০ টিরও বেশি গান গেয়েছেন। বলিউড তাকে দিয়েছে দুই হাত ভরে। কোনও কোনও রিপোর্টে দাবি করা হয় কেকের কাছে ১৯ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। কেউ আবার বলেন তার কাছে যে সম্পত্তি রয়েছে তার অর্থমূল্য ৮০ লক্ষ মার্কিন ডলার!

প্রতি গানে কেকে পারিশ্রমিক হিসেবে নিতেন ৬ থেকে ৭ লাখ টাকা। অন্যদিকে, লাইভ কনসার্টের জন্য তিনি পারিশ্রমিক নিতেন ১০ থেকে ১৫ লক্ষ টাকা। মুম্বইয়ের ভরসোভায় চোখ ধাঁধানো বাড়ি রয়েছে কেকের। দামী গাড়ি চড়তে খুবই পছন্দ করতেন কেকে। তার ছিল চারটি বিলাসবহুল গাড়ি। কেকে ব্যবহার করতেন, অডি আরএস৫, জিপ চেরোকে, মার্সেটিজ। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবিও পোস্ট করতেন কেকে।