বর্তমানে স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘খেলাঘর’। এই ধারাবাহিকের অভিনব কনসেপ্ট ও নায়ক নায়িকার দূর্দান্ত অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। জি বাংলার ‘আলোছায়া’ ও ‘রিমলি’ ধারাবাহিককে হারিয়ে বিগত পাঁচ মাস ধরে সন্ধ্যে ছয়টার স্লট লিড করে চলেছে এই ধারাবাহিক। ২০২১ এর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডেও খেলাঘরের নায়ক আরেফিন সেরা বরের অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন।
তবে বিগত কয়েক সপ্তাহ ধরে স্লট লিড করলেও এই ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমছে। একসময় টি আরপি রেটিং ৯.১ হওয়া এই ধারাবাহিকের টি আর পি আজ ৫.৩, অথচ এই ধারাবাহিকের প্রতিটি পর্বই উত্তেজনাময় ও অভিনবত্বে ভরপুর। তাহলে কেন কমছে জনপ্রিয় এই ধারাবাহিকের টিআরপি?চলুন জেনে নিই জনপ্রিয় এই ধারাবাহিকের টি আর পি কমার কারণগুলো।
বিচারক মশাইয়ের মেয়ে পূর্ণা ও পাড়ার মস্তান শান্টু গুন্ডার প্রেমের আড়ালে এই ধারাবাহিকে উঠে এসেছে বর্তমানের রাজনৈতিক প্রসঙ্গ। কীভাবে স্কলার ছাত্র দ্বিগবিজয় রায় রাজনৈতিক বেড়াজালে ফেঁসে গিয়ে সান্টু গুন্ডা হয়ে উঠলো তাই বলে চলেছে এই ধারাবাহিক। তবে শুধু সমস্যা নয়, সমস্যার সমাধানও দেখিয়ে চলেছে এই ধারাবাহিক। পূর্ণার ভালোবাসার ছোঁয়া পেয়ে শান্টু কীভাবে দ্বিগবিজয় হয়ে ওঠে কীভাবে অন্ধকার জগতের থেকে সে সমাজের মূল স্রোতে ফেরে তাই বলবে এই গল্প। স্বাভাবিকভাবেই অভিনব এই গল্প নিয়ে মানুষের উৎসাহও ভরপুর। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিকের টিআরপি রেটিং কমছে টি আর পি কমার কারণ হিসেবে ঠিকঠাকমতো প্রোমো না দেওয়াকেই অনেকে দায়ী করেছেন।
আসলে শুরু থেকেই এই ধারাবাহিকে রিয়েল প্রোমো দেওয়ার বদলে পুরনো এপিসোড থেকে কপি কাট করে প্রোমো দেওয়া হয়। এখন ধারাবাহিকের শান্টু পূর্ণার বিয়ে সিজন চলছে এই বারও সেই একই ধারা অব্যাহত, নতুন প্রোমো দেওয়ার বদলে কপি কাট করে প্রোমো দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে স্টার জলসার পেজে একজন ফলোযার “প্রোমো না দেওয়ায় এই ধারাবাহিকের টিআরপি ৫ এ চলে গেছে।৩ এ চলে গিয়ে স্লট হারালে কি নতুন প্রোমো দেবেন?” কিছু নেটাগরিকের আবার বক্তব্য- “ভোটযুদ্ধ , বেলা বড় হওয়া ও রমজান মাসের কারণেই টি আর পি কমছে। কারণ ঐ সময়ে অধিকাংশ বাড়িতেই ইফতার নয়তো সন্ধ্যে হয় অথবা খবর চলে।তাই এইসবের প্রভাবই এখন ধারাবাহিকের টি আর পি কমছে।”