বাপ্পি লাহিড়ীর কাছে কত সোনা আছে, কি হবে এই সমস্ত সোনা দিয়ে

শুধু গান নয়, তার ফ্যাশন সেন্স তাকে সব সময় চর্চায় রেখেছে। চোখে সানগ্লাস, ঝলমলে পোশাক আর সর্বাঙ্গে সোনা ছাড়া বাপ্পি লাহিড়ীকে (Bappi Lahiri) কেউ কখনও অন্যরূপে দেখেছেন কি? তিনি ছিলেন পাশ্চাত্য সঙ্গীতের ভক্ত। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার হিপহপ গায়কদের ফ্যাশনকেই তিনি আপন করে নিয়েছিলেন। পশ্চিমা দেশগুলোর হিপহপ গায়করা যেমন কনসার্টের সময় সোনার চেইন পরতেন, তা এই বঙ্গসন্তানকেও ভীষণভাবে নাড়া দেয়।

তবে শুধু ফ্যাশনের জন্য নয়, সোনাকে ভীষণভাবে নিজের জন্য সৌভাগ্যের প্রতীক বলে মনে করতেন তিনি। তাই যখনই তার কোনও গান বা অ্যালবাম হিট হত, তিনি সোনা কিনে নিতেন। এইভাবেই তার সংগ্রহে একের পর এক নতুন নতুন গয়না আসতে থাকে। মৃত্যুর আগে পর্যন্ত তার সংগ্রহে ছিল ৭৫৪ গ্রাম সোনার গয়না। তিনি কখনও এক গয়না পরে থাকেন না। নিত্যদিন নিয়ম করে পোশাক বদলানোর মত বদলে নিতেন সোনার গয়না।

Bappi Lahiri and His Gold

তার গলায় আটটি সোনার চেইন থাকতো। হাতের প্রত্যেক আঙ্গুলে শোভা পেত আংটি। তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি নিজেই নিজের সোনার গয়নার যত্ন নিতেন। অন্য কেউ তার গয়না ছুঁয়ে দেখুক, এমনটা মোটেই পছন্দ করতেন না তিনি। সোনার প্রতি তার দুর্বলতা ছিল অত্যন্ত গভীর। তার কাছে কত পরিমাণ সোনার গয়না রয়েছে তার হিসেব মিলেছিল ২০১৪ সালে। সেই সময় তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন।

২০১৪ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন বাপ্পি লাহিড়ী। প্রার্থী হিসেবে তাকে হলফনামা জমা দিতে হয়েছিল। তিনি জানিয়েছিলেন তার কাছে ৭৫৪ গ্রাম সোনার গয়না আছে। তার মৃত্যুর পর তাই স্বভাবতই প্রশ্ন ওঠে বাপ্পি লাহিড়ীর পর তার সংগ্রহের এত সোনার মালিক হলেন কে? বাপ্পি লাহিড়ীর সাধের সোনার গয়নার উত্তরাধিকার কে?

আপাতত এই প্রশ্নের কোনও জবাব নেই। কারণ প্রভাত সঙ্গীত পরিচালকের দুই সন্তান রিমা এবং বাপ্পা, উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছেন তারা বাবার সমস্ত সোনা সংরক্ষণ করে রাখবেন। এই সোনা বাবা বেঁচে থাকাকালীন যেভাবে সুন্দর সুন্দর বাক্সের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতেন, সেভাবেই সংরক্ষণ করে রাখা হবে। ভবিষ্যতে এই গয়না বাপ্পি লাহিড়ীর স্মরণে কোনও সংগ্রহশালায় রাখা হতে পারে।