খুন নয় আত্মহত্যা করেছেন সুশান্ত, AIIMS-এর রিপোর্ট কী বলছে দেখুন

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু নিয়ে চলছে তদন্ত।এরই মধ্যে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিবিআইকে(CBI) দিল্লি এইমএস (Delhi AIIMS) এর একদল চিকিৎসক জানিয়েছেন, খুন নয়, আত্মহত্যাই করেছেন অভিনেতা।সুশান্তের মৃত্যুর পর তার পরিবার এবং আইনজীবীর তরফ থেকে খুনের অভিযোগ উঠেছিল।সুশান্তের মৃত্যুর সাথে বিষক্রিয়ার সম্পর্ক এবং শ্বাসরোধ করে খুন করার সম্পর্ক উরিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই তার রহস্যমৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সরব হন অনেক অভিনেতারা এবং তার সাথেই নেটিজেনরা।যদিও আগেই মুম্বাই পুলিশের তরফ থেকে বলা হয়েছিল আত্মহত্যা করেছেন অভিনেতা কিন্তু তার পরিবারের সদস্যরা, অনুরাগীরা এবং কিছু সহকর্মীরা এই কথা মানতে রাজি ছিলনা। সিবিআই তদন্তের দাবিতে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ।

দেশ জুড়ে চলতে থাকা বিক্ষোভের মধ্যেই এই মামলার তদন্তের ভার গিয়েছিল সিবিআই এর ওপর।এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর সুধীর গুপ্তার নেতৃত্বে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে দিল্লি এইমসের চারজন ফরেনসিক বিশেষজ্ঞের দল। এই দলের চূড়ান্ত রিপোর্ট সিবিআই কে জমা দিল এই দল।সূত্রের খবর, সম্পূর্ণ ঘটনায় এবার আত্মহত্যার প্ররোচনার সূত্র ধরেই এগোচ্ছে সিবিআই।

সুশান্ত এর মৃত্যুর পর মুম্বাইয়ের কুপার হাসপাতাল সুশান্তের ময়নাতদন্তের পর জানায়, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার, এবার সেই একই কথা বললেন এইমসের চিকিৎসকমণ্ডলী।সবারই এক বক্তব্য, সুশান্তের মৃত্যু আত্মহত্যাই, খুন নয়।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একাধিকবার পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্রাইম সিন খতিয়ে দেখছে, পাওয়া যায়নি খুনের কোনো প্রমাণ। তবে কোনো সম্ভাবনার অবকাশ না রেখে কাউকেই ক্লিন চিট দেয়নি সিবিআই।অভিনেতার বান্ধবী চক্রবর্তী-সহ প্রায় ২০ জনকে ৫৭ দিনের জন্য জেরা করেছে সিবিআই, বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন জিনিস।