গাড়ির কাগজপত্র বাড়িতে ভুলে এলে জরিমানা থেকে বাঁচতে করুন এই কাজ

দেশজুড়ে বিতর্কের মাঝেই ২০১৯ সালে চালু হয়েছে মোটর ভেহিকেলস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯। যদিও মোটর ভেহিকেলসের এই নতুন আইন পশ্চিমবঙ্গে চালু হয়নি, কিন্তু পুরাতন আইন তো রয়েছে। তাতেও গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের না হলে ট্রাফিক পুলিশ ধরলে জরিমানার শিকার হতে হয়, পাশাপাশি রয়েছে ভোগান্তি।

govt-to-remove-minimum-educational-qualification-for-driving-license

আর গত ২০১৯ সালের ১ লা সেপ্টেম্বর থেকে চালু হওয়া মোটর ভেহিকেলস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯ লাগু হলে এই জরিমানা বা ক্ষতিপূরণ কয়েকগুণ বেড়ে যাবে। এই নতুন আইন চালু হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে, যাতে দেখা গিয়েছে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে কাগজপত্র না নিয়ে বেরোনো গাড়িচালকদের।কাগজপত্র অথবা ড্রাইভিং লাইসেন্স না নিয়ে বের হওয়ার মতো ঘটনা আবার অনেকের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবেই ঘটে যায়, বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ভুলে যান কাগজপত্র নিয়ে বের হতে। কিন্তু ভুলে গেলেও তো আর ট্রাফিক পুলিশ এসব কথা শুনবে না, শুনবে না কোনো অজুহাত। তবে এর থেকে নিষ্কৃতি পাওয়ার বিকল্প পথ রয়েছে। বিকল্প পথ হিসেবে রয়েছে দুটি মোবাইল অ্যাপ, যে দুটির মধ্যে যেকোনো একটি ব্যবহার করলেই এই সকল ঝঞ্ঝাট থেকে রক্ষা পাওয়া যায়।

Source

এই দুটি মোবাইল অ্যাপ হলো DigiLockermParivahan। দুটি মোবাইল অ্যাপই কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত।ইতিমধ্যেই এই দুটি অ্যাপে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স স্টোর করা শুরু করে দিয়েছেন অনেকেই। সূত্রের দাবি এই দুটি অ্যাপের যেকোন একটিতে সাইন ইন করতে হবে। তারপর গাড়ি চালানোর সময় ট্রাফিক পুলিশ ধরলে সেখান থেকেই দেখান কাগজপত্র।

আরও পড়ুন : ট্রাফিক আইন ভাঙলে কোন ধারায় জরিমানা কত? জেনে নিন সম্পুর্ন তালিকা

List of Traffic Rules & Fines (Challans) in India 2019

আরও পড়ুন : ফাইন বাঁচাবে নয়া আবিষ্কার, বাড়ছে বাড়ুক ট্রাফিক ফাইন, চিন্তা নেই আর

এই দুটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়। আপনার সুবিধা মত আপনি যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর সেটিতে মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে সাইন ইন করলেই ব্যবহার করতে পারবেন। এই দুটি অ্যাপের মধ্যে আবার DigiLocker এর মধ্যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ ছাড়াও প্যান কার্ড, ইন্সুরেন্স পলিসি ইত্যাদিও ডিজিটাল আকারে সুরক্ষিত রাখতে পারবেন।