প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল, রেজাল্ট দেখা যাবে যেসকল ওয়েবসাইটে

আজ দুপুর সাড়ে তিনটের সময় প্রকাশিত হবে এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর যেহেতু করোনা আবহে উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই কারণে এবছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করা হবে না। এবছর উচ্চ মাধ্যমিকে বসেছিলেন অন্তত ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী।

উচ্চ মাধ্যমিকের মার্কশিট আগামী ৩১শে জুলাই জেলার ৫২টি বিতরণ কেন্দ্রে পৌঁছাবে। তারপর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা মার্কশিট সংগ্রহ করবেন। এরপর স্কুল জীবাণুমুক্ত করে স্কুলের শিক্ষকরা পরীক্ষার্থীদের অভিভাবকদের ডেকে সামাজিক দূরত্ব এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে সেই সকল মার্কশিট পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেবেন।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট

আজ বেলা সাড়ে তিনটার পর থেকে যেসকল ওয়েবসাইটের উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে সেগুলি হল wbresults.nic.in, exametc.com, results.shiksha, westbengal.shiksha, westbengalonline.in, indiaresults.com, jagranjosh.com, technoindiagroup.com, technoindiauniversity.ac.in, tigpublicschool.org, abpananda.abplive.in, fastresult.in

কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন?

  • প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল wbresults.nic.in -এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২০ লিঙ্কে ক্লিক করুন।
  • এবার আপনার রোল নম্বর ও বাকি তথ্য লিখুন।
  • এবার সাবমিটে ক্লিক করুন।
  • এরপর দ্বাদশ শ্রেণির ফলাফল আপনার কমপিউটার স্ক্রিনে দেখা যাবে।
  • ফলাফল ডাউনলোড করুন বা আপনার সুবিধার্থে একটি প্রিন্ট নিয়ে নিন।
  • এছাড়াও মোবাইল অ্যাপ ডাউনলোড করে results.shiksha এর মাধ্যমে ফল জানা যাবে। exametc.com – তে আগে থেকে মোবাইল এবং রোল নম্বর রেজিস্টার করে রাখলে, ফলপ্রকাশের পর এসএমএসে ফলাফল জানা যাবে।

SMS -এর মধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন?

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে হলে পরীক্ষার্থীকে টেক্সট মেসেজ করতে হবে ‘WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর’। আর সেটিকে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২/৫৬৭৬৭৫০/৫৬২৬৩ নম্বরে।