ভুতু থেকে পটল কুমার, এখন কেমন দেখতে হয়েছে বাংলা সিরিয়ালের কচিকাঁচারা

বাংলা বিনোদনের দুনিয়াতে দর্শকদের মনের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে সিরিয়ালগুলো। বিশেষত পুরনো দিনের সিরিয়াল (Bengali Mega Serial) দর্শকদের বারবার টানে। বাংলা টেলিভিশন চ্যানেলের এমন বেশ কিছু সিরিয়াল রয়েছে যেখানে শিশু শিল্পীরাই (Child Artist) ছিল মেইন লিড। অভিনয়গুণে তারা কার্যত বড়দের টেক্কা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এক নজরে দেখে নিন বাংলা সিরিয়ালের সেই খুদে শিল্পীরা কেমন দেখতে হয়েছে আর জেনে নিন তারা এখন কী করছেন।

ভুতু (Bhootu) : জি বাংলার হরর কমেডিমূলক এই ধারাবাহিকের শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি বাচ্চা ভূতের চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন। ২০১৬ সালে সম্প্রচারিত এই ধারাবাহিক খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়। এরপর তিনি হিন্দি ভুতুতেও অভিনয় করেন। এখন তার বয়স ১১ বছর। কিছুদিন আগেও ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে মীরার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তিনি বর্তমানে জিডি বিড়লা স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী। আপাতত পড়াশোনার জন্য নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে রেখেছেন আর্শিয়া।

ছায়া (Chaya) : আলোছায়া ধারাবাহিকের ছায়া ওরফে স্মৃতি সিংও বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ‘বকুল কথা’ ধারাবাহিক শিশুশিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়। এরপর ‘আলোছায়া’ ধারাবাহিকেও তার অভিনয় দাগ কাটে দর্শকদের মনে। তার বয়স মাত্র ১০ বছর। বর্তমানে তিনি কলকাতার একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছেন।

পটল কুমার (Potol Kumar) : ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত এই অভিনেত্রীও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। তার আসল নাম হিয়া দে।  ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে। ‘আলো ছায়া’, ‘ফেলনা’ তার মধ্যে অন্যতম। তিনিও জিডি বিড়লা স্কুলে ক্লাস সেভেনে পড়েন।

রাখি (Rakhi) : স্টার জলসার রাখীবন্ধন ধারাবাহিকের রাখিকে নিশ্চয়ই এতদিনে ভুলে যাননি আপনি? মিষ্টি মেয়েটির কথা ছিল বেশ আকর্ষণীয়। এই চরিত্রে অভিনয় করেছিলেন কৃতিকা চক্রবর্তী। এখন তার বয়স ১১ বছর। যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ক্লাস ফাইভে পড়াশোনা করছেন তিনি।

বন্ধন (Bandhan) : ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের বন্ধনও বেশ জনপ্রিয় একটি চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছিলেন সোহম চৌধুরী। বর্তমানে তার বয়স ১৫ বছর। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেন সোহম।

কুহু (Kuhu) : স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার ছোট মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তানিষ্কা তিওয়ারি। এরপর তাকে ‘ফেলনা’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায়। বর্তমানে তার বয়স ১৩ বছর। অভিনয়ের পাশাপাশি নাচেও তিনি সমান পারদর্শী। তিনি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হিসেবেও অংশ নেন।