ভোটার তালিকায় ভুল সংশোধন করবেন কীভাবে, জেনে নিন পদ্ধতি

আগামী বছর বাংলার বিধানসভা ভোট। রাজ্যের দায়িত্ব কোন দলের হাতে যাবে তা ঠিক করবে একুশের এই ভোটই। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ভোটের পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বুধবার নির্বাচন কমিশন বাংলার খসড়া ভোটার তালিকা (Voter List) প্রকাশ করলো।

কোনও কারণে যদি এই খসড়া তালিকায় কোনও ভুল তথ্য উঠে যায় সেক্ষেত্রে সেই তথ্য সংশোধনের জন্য নির্দিষ্ট উপায় আছে। ভোটার তালিকার খসড়া প্রকাশের দিনই সেই উপায় বুঝিয়ে দিল নির্বাচন কমিশন।সেই সংশোধনের প্রক্রিয়া আলোচনা করার পূর্বে খসড়া ভোটার তালিকা অনুসারে বাংলার মোট ভোটার কতজন তা জানা প্রয়োজন।

পশ্চিমবাংলায় ভোটার সংখ্যা কত?

খসড়া ভোটার তালিকা অনুসারে বর্তমানে বাংলায় ভোটারের মোট সংখ্যা ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারদের সংখ্যা ৩ কোটি ৬৭ লক্ষ ২ হাজার ৫৯০ জন এবং মহিলা ভোটারদের সংখ্যা ৩ কোটি ৫১ লক্ষ ৪৫ হাজার ২৮৮ জন। অন্যদিকে বাংলায় তৃতীয় লিঙ্গের ভোটারদের মোট সংখ্যা ১৪৩০ জন।

জানা যাচ্ছে ভোটার তালিকায় ৩৯১৭৬ জনের নাম ঢোকানো হয়েছে এবং ইতিমধ্যেই তালিকা থেকে ১লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। ১৮ই নভেম্বর থেকে ভোটার তালিকায় থাকা সমস্ত ভোটারদের ইনফরমেশন স্লিপ দেবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা।

কীভাবে ভোটার তালিকা সংশোধন করা যায়?

যদি ভোটার তালিকায় (Voter List) কোনও ব্যাক্তির ভুল তথ্য থাকে ( যেমন ভুল নামের বানান, ভুল জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি) সেক্ষেত্রে সেটা সংশোধন করার উপায়ও বাতলে দিয়েছে নির্বাচন কমিশন।

ভোটার তালিকায় (Voter List) ভুল সংশোধনের জন্য ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যাক্তিকে আবেদন করতে হবে এবং আগামী ৫ই জানুয়ারি মধ্যে সেই ভুল সংশোধনের আবেদন বিবেচনা করে দেখা হবে। আগামী ১৫ই জানুয়ারি মধ্যে সেই সংশোধনের আবেদন বিবেচনা করে চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ করবে নির্বাচন কমিশন।

কোন ক্ষেত্রে কোন ফর্মে আবেদন করতে হবে?

যদি কোনও ব্যাক্তি এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রের অধীনে নাম ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে তাকে ৬ নম্বর ফর্মে আবেদন করতে হবে। নতুন কোনও ব্যাক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইলেও ৬ নম্বর ফর্মে আবেদন করতে হবে। এছাড়া বিদেশে থাকা কোনও ব্যাক্তি ভারতীয় ভোটার তালিকায় (Voter List) নাম তুলতে চাইলে তাকে ৬এ ফর্মে আবেদন করতে হবে।

আরও পড়ুন : ডকুমেন্ট ছাড়াই বানান Aadhar Card, জানুন পদ্ধতি

এছাড়া যদি কোনও ব্যাক্তি ভোটার তালিকা (Voter List) থেকে নাম মুছে দিতে চাইলে ৭ নম্বর ফর্মে। ভোটার তালিকায় কোনও তথ্য ভুল থাকলে সেটা ঠিক করতে চাইলে ৮ নম্বর ফর্মে আবেদন করতে হবে।

আরও পড়ুন : বাড়িতে বসেই সংশোধন করুন ভোটার কার্ড, পাল্টে নিন ছবিও

যদি কোনও ব্যাক্তি একই বিধানসভার অধীনে অন্য কোনও পোলিং স্টেশনে নাম স্থানান্তর করতে চান সেক্ষেত্রে ৮এ ফর্মে আবেদন করতে হবে।অন্যদিকে যদি কোনও ব্যাক্তি পুরোনো ভোটার কার্ড (Voter Card) বদলে নতুন ছবিযুক্ত কার্ড পেতে চায় তবে এপিক ফর্মে (এপিক-১) এ আবেদন করতে হবে।

আরও পড়ুন : বাড়িতে বসেই বানিয়ে নিন ভোটার কার্ড! করে নিন ভুল সংশোধন এইভাবে

SMS এর মাধ্যমে ভোটার তালিকায় নিজের তথ্য পাবার পদ্ধতি?

SMS মাধ্যমেও ব্যাক্তি ভোটার তালিকায় নিজের তথ্য জানতে পারেন।এরজন্য ব্যাক্তিকে WB স্পেস EC স্পেস আপনার ভোটার আইডি কার্ড নম্বর লিখে তা ৫১৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।এর পরেই SMS এর মাধ্যমে ব্যাক্তি সব তথ্য পেয়ে যাবেন।