সদ্য তৈরি হওয়া ট্রাই-এর নতুন নিয়মে মাথায় হাত পড়ার উপক্রম আমজনতা, বিশেষ করে মধ্যবিত্তের। নতুন এই নিয়মে মধ্যবিত্তের ড্রইংরুমে বিনোদনে করতে চলেছে। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেবল চ্যানেল নিয়ে জারি নতুন বিজ্ঞাপনগুলিতে। এবং ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে অসন্তোষ, ক্ষোভ, ঝামেলা। আগামী পয়লা জানুয়ারি থেকে এই নতুন নির্দেশিকা অনুসারে দেখতে হবে আপনার পছন্দের চ্যানেলটি।
টেলিকম রেগুলেটেড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই-এর পক্ষ থেকে কেবল চ্যানেল বা ডিটিএইচ, বিশেষ করে পে চ্যানেল গুলির জন্য নির্দিষ্ট করে প্রতিটি চ্যানেলের মূল্য নির্ধারণ করে ট্রাই-কে জানানোর নির্দেশ দেওয়া হয়। উদ্দেশ্য কেবল অপারেটর এবং ডিটিএইচ সংস্থাগুলির দৌরাত্ম্য বন্ধ করা। ডিটিএইচ সংস্থা এবং ক্যাবল অপারেটরদের দৌরাত্ম্য বন্ধ করে ইচ্ছেমতো টাকা আদায় করা বন্ধ করা। এবং শুধু তাই নয় ট্রাই-এর নির্দেশিকা অনুসারে গ্রাহকরা নিজেদের পছন্দমতো চ্যানেল দেখতে পাবেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে, যার জন্য আলাদা করে পুরো প্যাকেজ নেওয়ার কোনো প্রয়োজন হবে না।
বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিনবঙ্গ থেকে উত্তরবঙ্গ বেশিরভাগ শহর, বড় শহর বাদ দিয়ে ১৭০ থেকে ১৮০ টাকা মাসিক ভাড়ায় গ্রাহকেরা প্রায় সমস্ত চ্যানেলে দেখতে পান। ফলে নতুন এই নির্দেশিকা অনুসারে এই সমস্ত শহর বা গ্রামের গ্রাহকদের ১৫৫ টাকা দিতে হবে শুধুমাত্র ১০০ টি ফ্রি চ্যানেলের জন্য। তার ওপর চাপবে আলাদা করে পে চ্যানেলের অর্থ এবং জিএসটি।
নতুন নির্দেশিকা অনুসারে পে চ্যানেলের তালিকায় রয়েছে জি, স্টার, ভায়াকম-এর মতো জনপ্রিয় চ্যানেলগুলি। এই সমস্ত সংস্থার এক একটি বিভাগের প্যাকেজ নিলেও কত করে খরচ হতে পারে তাও জানিয়ে দিয়েছে সংস্থাগুলি। নতুন নিয়ম অনুসারে যে সকল ১০০ টি ফ্রি চ্যানেল রয়েছে তার মধ্যে ২৬ টি দূরদর্শনে চ্যানেল থাকা বাধ্যতামূলক। দূরদর্শন ছাড়া বাকি সমস্ত চ্যানেল বেছে নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের থাকছে পূর্ণ স্বাধীনতা।
নতুন এই ট্রায়ের নির্দেশিকা অনুসারে চ্যানেলের খরচের তালিকা।