বাপ্পী লাহীড়ী না থাকলে সুপারস্টার হতেন না মিঠুন চক্রবর্তী, চিরকৃতজ্ঞ বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সুরে আজও মেতে বলিউড (Bollywood)। ৭০-৮০ এর দশকের অভিনেতাদের জন্য গান বেঁধেছেন তিনি। তার কলমেই বেরিয়েছে ‘আই অ্যাম অ্যা ডিসকো ড্যান্সার’ (I Am A Disco Dancer), যে গান সারা বিশ্বকে নাচতে বাধ্য করেছিল। এই গানের দৌলতেই বলিউড চিনে নিয়েছিল তার ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। অমিতাভ, ধর্মেন্দ্র, জিতেন্দ্রদের মাঝে নাচে, অভিনয়ে রোমান্সে যে দর্শকের মনে ছাপ ফেলতে পেরেছিলেন, তা অনেকাংশে নির্ভর করেছিল বাপ্পি লাহিড়ীর উপরেই। তার গান মিঠুন চক্রবর্তীকে রাতে রাতে জনপ্রিয়তা এনে দেওয়ার পক্ষে সহায়ক হয়েছিল।

বাপ্পি লাহিড়ীর গানের সঙ্গে মিঠুন চক্রবর্তীর নাচ! ব্যাস, দর্শকের আর কি চাই? ৮০ এর দশককে মাতিয়ে তুলেছিল এই জুটি। ডিস্কো ড্যান্সার, ডান্স ডান্স, গুরু, প্রেম প্রতিজ্ঞা, একাধিক সফল ছবি রয়েছে এই তালিকাতে। ‘ইয়াদ আ রাহা হে’, ‘পেয়ার কভি কাম নেহি কর না’, ‘জিমি জিমি’ মিঠুনকে মাথায় রেখে একের পর এক গান বেঁধেছেন ‘ডিস্কো কিং’। জনপ্রিয়তা পেয়েছেন দুজনেই। কাজেই কেরিয়ারের দিক থেকে বিবেচনা করতে গেলে দুজনেই বলতে গেলে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছেন।

Mithun Chakraborty

বাপ্পি লাহিড়ীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রথম আলাপ ‘ডিস্কো ড্যান্সার’ এর সৌজন্যে। মিঠুনের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এই ছবি। কিভাবে তৈরি হয়েছিল ‘আই অ্যাম অ্যা ডিসকো ড্যান্সার’? প্রশ্নের জবাবে একবার বাপ্পি লাহিড়ী তার সাক্ষাৎকারে বলেছিলেন এই ছবির আগে তার কাছে পরিচালক রবিকান্ত নাগাইচের একটি ফোন আসে। ফোনে বাপি লাহিড়ীকে একটি নতুন ছেলের সম্পর্কে জানানো হয়। পরিচালক বাপ্পিকে বলেছিলেন, ছেলেটি ‘জন ট্রাভোল্টো মিটস ব্রুস লি’। লেখা বাহুল্য, ইনিই ছিলেন মিঠুন চক্রবর্তী।

বব্বর সুভাষের আসন্ন ছবিতে এই ছেলেটির জন্য একটি গান বেঁধে দেওয়ার আর্জি জানান রবিকান্ত। তারপরই ‘ডিস্কো ড্যান্সার’ গান বেঁধে ফেললেন গীতিকার এবং এই গান মিঠুনকে রাতারাতি স্টার এবং বাপ্পি লাহিড়ীকে ডিস্কো কিং বানিয়ে ফেলে। বাপ্পি লাহিড়ীর বেঁধে দেওয়া গানে ১৯৮৭ সালে ‘ডান্স ডান্স’ ছবি মিঠুনকে সুপারস্টার খেতাব এনে দেয়। শুধু আইটেম গানে নয়, বাপ্পি লাহিড়ীর গান মিঠুনের রোমান্টিক ইমেজ তুলে ধরে বলিউডে।

‘প্রেম প্রতিজ্ঞা’তে আশা ভোঁসলের সঙ্গে বাপ্পি লাহিড়ীর যুগলবন্দিতে ‘পেয়ার কভি কম নেহি করনা’ বলিউডকে আচ্ছন্ন করে রেখেছে আজও। লতা মঙ্গেশকরের সঙ্গেও কাজ করেছেন বাপ্পি। বলিউডে মিঠুনকে দাদার আসনে বসিয়েছেন। ‘জিমি জিমি’ গানে মিঠুনের নাচ রাশিয়াতে ব্যাপক হিট হয়েছিল। এই দুই বঙ্গসন্তান জোট বাঁধলে বলিউডের ঝড় তোলার ক্ষমতা রাখতেন।