দর্শকদের বিচারে এগুলিই বাংলার সেরা ধারাবাহিক, যা কোনদিনও পুরনো হবে না

কুটকাচালি, পরকীয়া আর অবৈধ সম্পর্ক দেখানো ছাড়া টিআরপি ওঠে না বাংলা সিরিয়ালের। দর্শকদের একাংশ অবশ্য এর তীব্র প্রতিবাদ জানান প্রতিমুহূর্তে। তবে আশ্চর্যজনকভাবে আবার এসব ছাড়া বাংলা সিরিয়াল টিআরপির বিচারে পিছিয়ে পড়ে। তবে এত কিছুর মাঝেও কিছু পুরনো সিরিয়াল আজও দর্শকরা তাদের মনের মণিকোঠায় তুলে রেখেছেন। দর্শকদের বিচারে এই ধারাবাহিকগুলোর মত ধারাবাহিক বাংলা টেলিভিশনে আর একটিও আসেনি। এই তালিকায় রয়েছে কোন কোন সিরিয়াল (Best Bengali Mega Serials Ever)? দেখে নিন এক নজরে।

১৩ পার্বণ (Tero Parbon) : এই বাংলা সিরিয়ালটির সম্প্রচার শুরু হয় ১৯৯৭ সালে। ধারাবাহিকটি জোছন দস্তিদার পরিচালনা করেছিলেন। এই সিরিয়ালের হাত ধরে এই বাংলা টেলিভিশনের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি হয়। অভিনয়ের ছিলেন সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানী হালদারের মত অনেক বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রী।

জন্মভূমি (Jonmobhoomi) : বাংলা সিরিয়াল প্রেমীদের একটা বড় অংশের কাছে এখনও জন্মভূমি সেই আগের মতই জনপ্রিয়। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত চলেছিল সিরিয়ালটি। দূরদর্শনের সম্প্রচারিত এই ধারাবাহিকের অভিনয় করতেন রূপা গাঙ্গুলী, ভাস্কর চ্যাটার্জি, দেবলীনা দত্ত, সুমন বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দোপাধ্যায়রা। ধারাবাহিকটি প্রায় ৫ বছর পর্যন্ত সগর্বে চলেছে।

সোনার হরিণ (Sonar Horin) : এই ধারাবাহিকও ইটিভি চ্যানেলের নিবেদন ছিল। সমতা দাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, পাওলি দামরা অভিনয় করেছিলেন এই ধারাবাহিকে। ধারাবাহিকের গল্প লিখেছিলেন লীনা গাঙ্গুলী। একটি সাধারণ মেয়ের জীবনী নিয়ে এই এই গল্প তখন সকলেই পছন্দ করতেন।

এক আকাশের নীচে (Ek Akasher Niche) : একসময় এই ধারাবাহিকের ভক্ত সংখ্যা ছিল আকাশ ছোঁয়া। ধারাবাহিকে অভিনয় করতেন রজতাভ দত্ত, শাশ্বত চ্যাটার্জি, দেবলীনা দত্ত, মনামী ঘোষ, কনিনীকা ব্যানার্জি, কৌশিক সেনদের মতো জনপ্রিয় অভিনেতারা। জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিকের পরিচালক ছিলেন রবি ওঝা। এখনও ইউটিউবে পুনঃপ্রচারে কয়েক লক্ষ ভিউ থেকে ধারাবাহিকের জনপ্রিয়তা সম্পর্কে আঁচ করা যায়।

শুধু তোমারই জন্য (Sudhu Tomari Jonno) : ইটিভি বাংলাতে একসময় অনেক সুন্দর সুন্দর ধারাবাহিক আসতো। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল এই ধারাবাহিকটি। শ্রাবন্তী চ্যাটার্জী, সায়ন্তনী ঘোষ, অপরাজিতা আঢ, পরমব্রত চ্যাটার্জী, যীশু সেনগুপ্তরা অভিনয় করেছেন এই সিরিজে। শ্রাবন্তী এবং পরমব্রতর টিনেজার জুটিটা বেশ জনপ্রিয় ছিলেন।

রোজগেরে গিন্নি (Rojgere Ginni) : বাংলা টেলিভিশনকে সমৃদ্ধ করেছে যে শোগুলো তার মধ্যে শুধুই সিরিয়ালের কথা বললে চলবে না। এই গেম শো একসময় ইটিভিতে সম্প্রচার হত। গৃহিণীদের রোজগারের ব্যবস্থা করে দিত এই শো। সারা রাজ্যে ঘুরে ঘুরে গৃহিণীদের বাড়িতে খেলা হত বিভিন্ন গেম। জিততে পারলে থাকতো প্রচুর পুরস্কার এবং অর্থজয়ের সুযোগ। পরমা ব্যানার্জি, মধুমন্তী মৈত্র এবং লাজবন্তীরা এই শো সঞ্চালনা করতেন।