নিজের জীবনে সন্তানের সুখ পেলেন না, দেব-অঙ্কুশদের মা হিসেবে সেরা মায়ের ভূমিকা নিয়েছেন মৌসুমী

টলিউড (Tollywood) অভিনেত্রী মৌসুমী সাহাকে (Mousumi Saha) আজ কে না চেনেন? টলিউড থেকে বাংলা সিরিয়ালে অবাধ বিচরণ তার। ইদানিং বহু বাংলা সিরিয়ালে নায়ক কিংবা নায়িকার মায়ের ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। একসময় তিনি টলিউডের পর্দায় দেব-অঙ্কুশদের মত সুপারস্টারদের মায়ের ভূমিকাতেও অভিনয় করেছেন। শোনা যায়, টলিউডের যে নায়কেরা তার হাতে চড় খেয়েছেন তারা নাকি প্রত্যেকেই আজ সুপারস্টার!

১৯৯০ সালের তরুণ মজুমদারের সিনেমা ‘আপন আমার আপন’ এর মাধ্যমে অভিনয় জগতে তিনি প্রবেশ করেন। এই ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্কটা ৩২ বছরের পুরনো। বাংলা টেলিভিশনে তার প্রথম কাজ ‘জন্মভূমি’। এই ধারাবাহিক থেকেই পরবর্তী দিনে বহু তারকাকে পেয়েছিল টলিউড। মৌসুমী সাহাও তাদের মধ্যে একজন।

Mousumi Saha

প্রেমের কাহিনী, চোখের বালি, পরাণ যায় জ্বলিয়া রে, দুজনে, বলো না তুমি আমার, সেদিন দেখা হয়েছিল, যোদ্ধা, রংবাজ, বেশ করেছি প্রেম করেছি ইত্যাদি বহু ছবিতে তিনি কখনও হয়েছেন দেবের মা, আবার কখনও হয়েছেন অঙ্কুশ বা সোহমের মা। সেটে তার হাতে চড় খেলেই নায়করা হয়ে ওঠেন সুপারস্টার! এই বিশ্বাসের বশেই টলিউডের উঠতি নায়কেরা তার হাতে চড় খেতে চান।

এখন আর বড় পর্দায় সেভাবে দেখা যায় না অভিনেত্রী মৌসুমীকে। এই মুহূর্তে তাই তিনি চুটিয়ে কাজ করে চলেছেন বাংলা সিরিয়ালে। জন্মভূমির পর ধন্যি মেয়ে, দীপ জ্বেলে যাই, খোকাবাবু, বিকেলে ভোরের ফুল, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, দূর্গা দূর্গেশ্বরী, কপালকুণ্ডলা, গঙ্গারাম, খেলাঘরেও অভিনয় করেছেন মৌসুমী। সিনেমা হোক বা সিরিয়াল, বেশিরভাগ ক্ষেত্রেই নায়কের মায়ের ভূমিকাতেই তিনি অভিনয় করেছেন।

বড় পর্দা, ছোট পর্দা মিলিয়ে বহু নায়কের মা হয়েছেন মৌসুমী। তবে তিনি তার বাস্তব জীবনে সন্তান সুখ থেকে বঞ্চিত। স্বামী এবং শাশুড়ি মাকে নিয়েই তার সংসার। অভিনয়ের পাশাপাশি সংসারটাও সমানতালে সামলাচ্ছেন তিনি। বাস্তব জীবনে তিনি মা হতে না পারলেও তার মা হওয়ার সাধ মিটিয়ে দিয়েছে এই ইন্ডাস্ট্রি। এখনও ২ টি ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী।

সিরিয়াল-সিনেমার পাশাপাশি একসময় থিয়েটারেও কাজ করেছেন মৌসুমী। মাঝে ৭ বছর পর্দা থেকে বিরতি নিয়ে মৌসুমী থিয়েটারে অভিনয় করেছিলেন। এখন জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী। অন্যদিকে স্টার জলসার নতুন সিরিয়াল ‘মাধবীলতা’তেও তিনি নায়ক সুস্মিত মুখার্জীর মায়ের ভূমিকা অভিনয় করছেন।