সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের পোষ্টের মাঝে ধাঁধামূলক প্রশ্ন (Puzzle Question) গুলি বেশ ভাইরাল হয়। এমন সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পছন্দ করেন বুদ্ধিমান মানুষেরা। আসলে এই ধাঁধা মূলক প্রশ্নগুলোর উত্তর দিতে পারার অর্থ আপনি নিঃসন্দেহে বুদ্ধিমান। কেবল জিনিয়াসরাই এমন প্রশ্নের উত্তর দিতে পারেন। তবে সেই সংখ্যাটা হয় খুবই কম।
বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কিছু সংকেত থেকে প্রশ্নের উত্তর খুঁজে নিতে হয়। যে যত তাড়াতাড়ি উত্তরটি দিতে পারেন তার মস্তিষ্ক তত দ্রুত কাজ করে বলে ধরে নেওয়া হয়। এখানে যেমন ছবিতে একটি মেয়ের পাশে দুটি সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি। এই দুটি সংকেত থেকে মেয়েটির নাম খুঁজে বার করতে হবে।
আপাতত দৃষ্টিতে কাজটা বেশ কঠিন বলে মনে হতে পারে। কারণ ছবিতে রয়েছে একটি সুপারম্যান এবং একটি ক্রস চিহ্ন। এই দুটো সংকেত থেকে মেয়েটির নাম আন্দাজ করতে পারাটা বেশ জটিল একটা কাজ। ৯৯% মানুষ এই উত্তরটি দিতে ব্যর্থ হয়েছেন। বহু চেষ্টা করে তারা হাল ছেড়ে দিতে বাধ্য হন।
তবে যারা সত্যিই বুদ্ধিমান তারা কিন্তু পিছিয়ে আসেননি। সঠিক উত্তরটি খুঁজে তবেই ছেড়েছেন তারা। তাই নিঃসন্দেহে তাদের বুদ্ধির প্রশংসা তো করতেই হয়। কেবল বুদ্ধিদীপ্ত এবং বিচক্ষণ মানুষেরাই এই দুটি সংকেত থেকে মেয়েটির নাম আন্দাজ করতে পারবেন। এতক্ষণে যারা নামটি আন্দাজ করে ফেলেছেন তাদের জিনিয়াস বলতেই হয়।
এবার আসা যাক মেয়েটির সঠিক নাম বিশ্লেষণ প্রসঙ্গে। যারা এখনও পর্যন্ত নামটি আন্দাজ করতে পারেননি তাদের জন্য এখানে সংকেত দুটির বিশ্লেষণ মারফত উত্তর দেওয়া রইল। এখানে দেখতে পাচ্ছেন সুপারম্যানের ছবি। এখন যদি শুধু ‘সুপার’ কথাটি আমরা এখান থেকে নিই তাহলে পরের রয়েছে একটি ক্রস চিহ্ন অর্থাৎ ‘না’। দুটি অক্ষর পাশাপাশি জুড়ে দিলেই মেয়েটির নাম বেরিয়ে আসবে।
আরও পড়ুন : বিশ্বের সবথেকে দামী এই আইসক্রিম খেতে গেলে আম্বানিরাও দুবার ভাবে, জানেন এতে কী থাকে?
অর্থাৎ ছবির এই মেয়েটির নাম হল Super + Na = Superna, কিংবা সুপর্ণা। এমন ধরনের উত্তর দেওয়ার যদি অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক সংযোগকারী কোশগুলো দ্রুত সক্রিয় হবে। এতে মস্তিষ্কের একপ্রকার ব্যায়ামও হবে।
আরও পড়ুন : শুধুই নকশা নয়, বিস্কুটের গায়ে এমন অসংখ্য ছিদ্র থাকার আসল কারণ জানেন?