Brain Puzzle : সোশ্যাল মিডিয়ার আসার আগে স্কুলে, কলেজে এবং বাড়িতে ধাঁধার সমাধান করার একটা খেলার মত ছিল। বুদ্ধিমান ব্যক্তিরা ধাঁধার সমাধানের প্রতি আগ্রহ দেখান। আসলে ধাঁধার সমাধান করতে করতেই যেন খুলে যায় বুদ্ধির জট। সোশ্যাল মিডিয়া আসার পরে ছবির ধাঁধার প্রতি সকলের আগ্রহ বেড়েছে। মাঝেমধ্যেই এমন সব ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। আজ আমরাও এমন একটি ধাঁধা নিয়ে হাজির হয়েছি।
ছবি দেখে কারও নাম আন্দাজ করা, আপাতদৃষ্টিতে এটা অনেকের কাছে কঠিন বলে মনে হতে পারে। তবে যারা প্রকৃত অর্থে বুদ্ধিমান এবং যাদের আইকিউ লেভেল (IQ Level) তুলনামূলকভাবে বাকিদের থেকে ভালো তারা সহজেই এমন সব প্রশ্নের উত্তর দিতে পারেন। ছবিতে সংকেত দেখে নাম খুঁজে বের করা তো তাদের বাম হাতের খেল। দেখুন তো আপনিও এই ছবি দেখে কিছু আন্দাজ করতে পারছেন কিনা।
প্রত্যেক ১০০ জনের মধ্যে ৮০ জন মানুষ এই ছবির আসল অর্থ উদ্ধার করতে পারেননি। বাকিদের মধ্যে ১৫ শতাংশ অনেক চেষ্টা করে ভুল উত্তর দিয়েছেন। কেবল পাঁচ শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পেরেছেন। তারাই হলেন প্রকৃত অর্থে জিনিয়াস। তবে এই ধাঁধার প্রশ্নটি কিন্তু খুব একটা কঠিন নয়। একটু অন্যভাবে ভেবে দেখলেই উত্তরটা সহজে মাথায় আসবে।
এখানে দেখুন ছবিতে রয়েছে একটা চোখের ছবি। সেই সঙ্গে রয়েছে একটা তারার চিহ্ন। আর তার ঠিক পাশেই রয়েছে একটি মেয়ের ছবি। অর্থাৎ এই তারার ছবি এবং চোখের ছবি মিলিয়ে মেয়েটির নাম খুঁজে বের করতে হবে। দুটি সংকেত মিলিয়ে এমন একটি অর্থবহ শব্দ বের করতে হবে যেটা মেয়েদের নাম হিসেবে ব্যবহার করা হয়। মাত্র ১০ সেকেন্ড সময়ের মধ্যে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস।
বিশেষজ্ঞরা বলেন আপনি যত বেশি কঠিন ধাঁধা সমাধান করেন ততই আপনার মস্তিষ্ক সক্রিয় হয়। যারা এখনও ছবির মেয়েটির নাম খুঁজে বের করতে পারেননি তাদের জন্য রইল উত্তর। বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল আসল উত্তরটা। ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন চোখ এবং নক্ষত্রের ছবি রয়েছে।
আরও পড়ুন : বিশ্বের সবথেকে সুন্দর হাতের লেখা, যার কাছে হার মানবে কম্পিউটারের ফন্টও
এখন শুধুমাত্র চোখ এবং নক্ষত্রের সমার্থক শব্দ বের করলেই মেয়েটির নাম বেরিয়ে আসবে। চোখকে আমরা নয়ন বলে থাকি। আর নক্ষত্রকে বলি তারা। এবার দুটি অক্ষর পাশাপাশি বসিয়ে দিন। তাহলে পাওয়া যাচ্ছে নয়ন + তারা = নয়নতারা। অর্থাৎ ছবির মেয়েটির নাম হল নয়ন তারা।
আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?