কেবল জিনিয়াসরাই সঠিক উত্তর দিতে পেরেছেন, ছবির এই মেয়েটির নাম কী?

ছবিতে থাকা এই মেয়েটির নাম কী? কেবল জিনিয়াসরাই পেরেছেন উত্তর দিতে

Photo Teaser : সোশ্যাল মিডিয়া আজকাল মানুষের একঘেয়েমি দূর করার বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষই আজকাল দিনের একটা বড় সময় সোশ্যাল মিডিয়াতে কাটান। তবে সোশ্যাল মিডিয়া শুধুই যে বিনোদনের মাধ্যম তা নয়, এখান থেকে অনেক অজানাকে জানা যায়। সেইসঙ্গে নিজের আইকিউ লেভেল (IQ Level) -টাও বাড়িয়ে নেওয়া যায়। কীভাবে জানেন?

   

দিনের একটা নির্দিষ্ট সময় মস্তিষ্কের সক্রিয়তার জন্য আপনি নিজে থেকেই কিছু ধাঁধার সমাধান করতে পারেন। সোশ্যাল মিডিয়াতেও আজকাল এই ধরনের বহু মজাদার এবং আকর্ষণীয় ধাঁধার দেখা মেলে। নিয়মিত এইগুলির সমাধানের অভ্যাস গড়ে তুললে আইকিউ লেভেলটাও বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এমন ধরনের প্রশ্নের সন্ধানে থাকেন।

BRAIN PUZZLE

আজকের এই প্রতিবেদনে তাই আমরা নিয়ে হাজির হয়েছি এমনই একটি ছবির ধাঁধা। যে ধাঁধা দেখে তার সমাধান করতে পারবেন কেবল বুদ্ধিমান ব্যক্তিরা। এখানে যেমন এই ছবিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে। তার পাশে রয়েছে দুটি সংকেত। এই দুটি সংকেত দেখে মেয়েটির আসল নাম উদ্ধার করতে হবে। কাজটা কঠিন মনে হলেও অসম্ভব নয়।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি সিমকার্ডের সংকেত। আর দ্বিতীয় সংকেতে দেখা যাচ্ছে একজন মানুষ দৌড়াচ্ছেন। এই দুটি সংকেতের মধ্যেই লুকিয়ে আছে মেয়েটির আসল নাম। বুদ্ধিমান ব্যক্তিরা ছবিটি দেখার সঙ্গে সঙ্গেই নামটি উদ্ধার করে ফেলতে পারবেন। তবে সেই সংখ্যাটাকে কেবল হাতেগোনা।

BRAIN PUZZLE

অনেকেই এই মেয়েটির নাম বলতে ব্যর্থ হয়েছেন। আসলে মেয়েটির নাম উদ্ধার করার ক্ষেত্রে খুব বেশি মাথা খাটাতে হবে এমন নয়। কেবল একটু আলাদাভাবে ভাবতে হবে। ছবিতে প্রথমে রয়েছে একটি সিম কার্ডের সংকেত। অর্থাৎ মেয়েটির নামের প্রথম অক্ষর সিমের সঙ্গে জড়িত। দ্বিতীয় ভাগে রয়েছে দৌড়ানোর সংকেত। যাকে ইংরেজিতে ‘রান’ বলা যেতে পারে।

BRAIN PUZLLE

আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ সব সময় গরম থাকে? জানলে চমকে যাবেন

এখন যদি এই দুটি অক্ষরকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয় তাহলে এই মেয়েটির নাম বেরিয়ে আসবে। অর্থাৎ সিম + রান = সিমরান। অর্থাৎ ছবির এই মেয়েটির নাম হচ্ছে সিমরান। আপনি কি এই মেয়েটির নাম ছবি দেখে আন্দাজ করতে পেরেছিলেন? যদি আপনি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি বুদ্ধিমান।

আরও পড়ুন : হাতে পেলেই খেয়ে ফেলেন গপাগপ, কিন্তু ‘Momo’ কথার আসল অর্থ কী জানেন?