যার IQ বেশি সেই পারবে উত্তর দিতে, ছবির এই ছেলেটির নাম কী?

সংকেত দেখে উত্তর দিন, ছবিতে উপস্থিত এই ছেলেটির নাম কী?

বুদ্ধি থাকলে উত্তর দেওয়া যায় সব ধরনের ধাঁধা (Puzzle Question) -র। তবে তার জন্য বুদ্ধির সঠিক প্রয়োগ করাটাও জরুরি। আর বুদ্ধি (Inteligence) -র প্রয়োগ করার জন্য রয়েছে নানা ধরনের ধাঁধা।বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বুদ্ধির খেলা বা ধাঁধা পোস্ট হতে দেখা যাচ্ছে। এই ধরনের পোস্ট এখন খুব ভাইরাল হচ্ছে। অনেকেই পোস্টের নীচে নিজেদের উত্তর দিয়ে থাকেন। কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই সঠিক উত্তর দিতে পারেন।

সম্প্রতি এমনি একটি বুদ্ধির খেলা বা ধাঁধা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে দেখা গিয়েছে। এই ধরনের ধাঁধাগুলিতে একটি ছবি দেওয়া থাকে। এই ছবিতেই কিছু বিশেষ সংকেত দেওয়া হয়। আর এই সংকেতগুলো দেখেই ধাঁধার উত্তর খুঁজে বের করতে হয়। দেখে খুব কঠিন মনে হতে পারে কিন্তু মাথা খাটালেই এই ধাঁধার উত্তর খুঁজে পাওয়া যাবে।

iq questions with answers
আসলে এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি বালকের ছবির পাশে দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে।‌ যে সাংকেতিক চিহ্ন দুটি দেওয়া হয়েছে তার মধ্যে একটি হল মুখ ও অন্যটি হল চুল। এই দুটি চিহ্ন দেখেই বলা যাবে এই বালকটির নাম কী? তবে বেশিরভাগ মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারবেন না। তবে কিছু মানুষ খুব সহজেই বালকটির নাম বুঝে গিয়েছে।

যারা খুব সহজেই বুঝে গিয়েছে এই বালকটির নাম কি হতে পারে? তারা সত্যিই খুব বুদ্ধিমান। এই মানুষদের মস্তিষ্ক অন্য সাধারণ মানুষের মস্তিষ্কের চেয়ে অনেক দ্রুত গতিতে চলে। আসলে বুদ্ধিমানদের কাছে এই ধরনের ধাঁধার উত্তর দেওয়া সত্যিই খুব সহজ ব্যাপার। তাদের জন্য চিন্তার বিষয় নয়। তারা চাইলেই উত্তর দিতে পারে এই ধাঁধার।

BRAIN PUZZLE

কিন্তু যারা এই ধাঁধার উত্তর দিতে পারেননি তাদের জন্য উত্তর দেওয়া হয়েছে এই প্রতিবেদনেই। এই ছবিটি ভাল করে দেখলে বোঝা যাবে ছবির বালকের সামনে মোট দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে সেগুলি হল একটি মুখ এবং চুলের ছবি। তবে এর মধ্যে মুখ থেকে এসেছে ‘মু’ শব্দটি।

আরও পড়ুন : ছবিতে থাকা এই ছেলেটির নাম কী? ৯৯% মানুষ উত্তর দিতে পারেননি

BRAIN PUZZLE
অন্যদিকে চুলের সাংকেতিক চিহ্ন থেকে এসেছে ‘কেশ’ যা হল চুলের সমার্থক অর্থ। সুতরাং এই দুই শব্দ মিলিয়ে হবে মু+কেশ=মুকেশ। অথাৎ ছবিতে দেওয়া ছেলেটির নাম হবে মুকেশ। কঠিন মনে হলেও এটা কিন্তু খুব সহজ। এছাড়াও এই ধরনের ধাঁধার উত্তর দিতে পারলে বুদ্ধিও আরও বেড়ে যায়।

আরও পড়ুন : কেবল জিনিয়াসরাই মেয়েটির নাম খুঁজে পেয়েছেন, ৯৯ শতাংশ মানুষই ব্যর্থ উত্তর দিতে