Photo Teaser : আগে খবরের কাগজ, টিভি কিংবা ধাঁধার বই দেখে নিজের বুদ্ধির পরখ করতেন মানুষ। কিন্তু এখন এসব বলতে গেলে অতীত। কারণ এখন প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। খবরের কাগজ কিংবা টিভির আর আলাদা করে প্রয়োজন পড়ে না। হাতে থাকা এই যন্ত্রটির মারফতও কিন্তু আপনি আপনার আইকিউ লেভেল (IQ Level) টেস্ট করতে পারেন।
আজকাল বিভিন্ন ধাঁধামূলক প্রশ্ন (Puzzle) আপনি সহজে মোবাইলেই পেয়ে যাবেন। সেই সঙ্গে পেয়ে যাবেন উত্তরও। আজকে তেমনই একটি ধাঁধা নিয়ে হাজির হয়েছি আমরা। যে ধাঁধার সমাধান খুঁজতে হবে আপনাকে। এই ছবিতে দুটি সংকেত দেখে আন্দাজ করতে হবে মেয়েটির নাম। কেবল বুদ্ধিমান ব্যক্তিরাই এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন।
এখানে এই ছবিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে। তার ঠিক পাশেই রয়েছে দুটি সংকেত। একটি সিম কার্ড এবং একটি ছুটন্ত ঘোড়ার ছবি। এই দুটি ছবি হল সংকেত যেটা দেখে পাশের মেয়েটির নামের সমাধান করতে হবে। সিম কার্ড এবং ঘোড়ার ছবি দিয়ে মেয়েদের কী নাম হতে পারে? বহু মানুষ অনেক মাথা খাটিয়েও এই প্রশ্নের উত্তর দিতে পারেননি।
এমন ধরনের বুদ্ধির প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ নয়। আবার কঠিনও নয়। আসলে এমন ক্ষেত্রে একটু আলাদাভাবে প্রশ্নের উত্তর খুঁজতে হয়। তার জন্য আলাদাভাবে চিন্তা করতে হয়। যাদের আইকিউ লেভেল বেশি থাকে তারা সহজেই উত্তর দিতে পারেন। তবে যারা পারছেন না তাদেরও চিন্তার কারণ নেই। কারণ তাদের জন্য থাকছে সমাধানটিও।
এখানে যেমন দেখছেন একটি সিমকার্ডের ছবি। অর্থাৎ মেয়েটির প্রথম নামের অংশ যদি ‘সিম’ (SIM) হয় তাহলে ছুটন্ত ঘোড়া থেকে দৌড়ানো বা ‘রান’ (RUN) কথাটি মিলিয়ে নিতে হবে। এবার এই দুটি শব্দ পাশাপাশি জুড়ে দেখুন। মেয়েটির নামের সমাধান হয়ে যাচ্ছে, SIM + RUN = সিমরান। অর্থাৎ ছবিতে থাকা এই মেয়েটির নাম সিমরান।
আরও পড়ুন : ভারতে বাতিল হওয়া নোটগুলো কোথায় যায়, কোন কাজে লাগে জানেন?
বিশেষজ্ঞরা বলেন রোজ এমন ধরনের ধাঁধার সমাধান করতে করতেই মানুষের আইকিউ লেভেল বেড়ে যায়। তাই প্রথম প্রথম উত্তর দিতে সমর্থ্য না হলেও হাল ছেড়ে দেবেন না। কারণ চেষ্টা করতে করতেই একসময় এমন প্রশ্নের উত্তর দেওয়া আপনার কাছে জলভাত হয়ে যাবে। আপাতত ছবির এই ধাঁধাটি পছন্দ হলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেখে নিন তাদের আইকিউ কেমন।
আরও পড়ুন : মাসে কত বেতন পান প্রধানমন্ত্রীর রাঁধুনি? অংকটা জানলে ভিরমি খাবেন