সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মজার এবং আকর্ষণীয় বুদ্ধির ধাঁধা (Brain Puzzle) মাঝেমধ্যেই নজরে পড়ে। এমন সব প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন অনেক নেটনাগরিক। এগুলো অনেক বুদ্ধির খেলার মত। নিয়মিত এই খেলা খেললে মানুষের মস্তিষ্ক সংযোগকারী কোশ দ্রুত সক্রিয় হতে শুরু করে। এমন সব খেলাকে মস্তিষ্কের ব্যায়াম হিসেবেও ধরা হয়।
সেরকমই একটি বুদ্ধির ধাঁধা রইল আজকের এই প্রতিবেদনে। এখানে একটি শিশুর ছবি রয়েছে যার পাশে আরও দুটি বস্তুর ছবি আছে। সেই দুটি বস্তুর নাম মিলিয়ে আপনাকে শিশুটির নাম আন্দাজ করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আপনার আইকিউ লেভেল (IQ Level) -ও পরীক্ষা করা যায়। দেখুন তো একটু চেষ্টা করে শিশুটির নাম আপনি উদ্ধার করতে পারেন কিনা?
এইভাবে ছবি থেকে কারও নাম আন্দাজ করা একটু বেশ কঠিন কাজ। ৯৫ শতাংশ মানুষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বাকি ৫% মানুষ শিশুটির নাম আন্দাজ করতে পেরেছেন। নিঃসন্দেহে তাদের বুদ্ধিমান ব্যক্তি বলা যায়। ছবিটা থাকা মৌমাছি এবং গুগল ব্রাউজার ক্রোমের ছবি থেকে তার নামটা আন্দাজ করা এতটাও মুশকিলের নয়।
যারা এখনও পর্যন্ত শিশুটির নাম উদ্ধার করতে পারেননি তাদের জন্য রইল ছবির বিশ্লেষণসহ উত্তর। এখানে দেখুন শিশুটির পাশে একটি মৌমাছি রয়েছে। আর রয়েছে ক্রোম ব্রাউজারের ছবি। যদি এই দুটি বস্তুর নামগুলো একটু বিবেচনা করেন তাহলেই বেরিয়ে আসবে আসল উত্তরটা। এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন ছেলেটির নাম?
আরও পড়ুন : ছবিতে থাকা এই ছেলেটির নাম কী? ৯৯% মানুষ উত্তর দিতে পারেননি
ছবিতে রয়েছে মৌমাছি যার ইংরেজি অর্থ Bee (বি), অর্থাৎ এই শিশুটির নামের প্রথম অক্ষর বি। তারপরে রয়েছে ক্রোম ব্রাউজারের আইকন। অর্থাৎ এবার যদি দুটি শব্দকে পাশাপাশি রাখা হয় তাহলে পাওয়া যাচ্ছে বি + ক্রম = বিক্রম। অর্থাৎ ছবিতে থাকা এই শিশুটির নাম বিক্রম। একটু আলাদাভাবে ছবিটি বিশ্লেষণ করলেই আসলে উত্তরটি দেওয়া সম্ভব সহজেই।
আরও পড়ুন : অদ্ভুত পোশাকে ফ্যাশন দুনিয়া কাঁপালেন টাটা-আম্বানি জুকেরবার্করা, দেখেই অবাক গোটা দুনিয়া