বিয়ের সময় শুধু নববধূকেই কেন স্বামীর সামনে ঝুঁকতে হবে? দুজনে যেখানে একই সঙ্গে নতুন সংসারে প্রবেশ করতে চলেছেন সেখানে একে অপরের সামনে ঝোঁকার বিধান শুধু মেয়েদের জন্যই কেন লাগু হবে? সম্প্রতি এমনই এক প্রশ্ন তুললো নেট মাধ্যমে ভাইরাল (Viral Video) একটি ভিডিও। নববধূ বরকে প্রণাম করে আশীর্বাদ (Ashirwaad) নিতে এলে তাকে বাধা দিলেন বর। শুধু তাই নয়, নিজের স্ত্রীর সামনে ঝুঁকে উল্টে তাকেই প্রণামও করতে গেলেন তিনি!
বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন মজার মজার ভিডিও ইতিপূর্বে বহুবার নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এবার ইনস্টাগ্রামে বিয়ের যে দৃশ্যটি ছড়ালো, তা কার্যত নেটিজেনদের মধ্যে এক নতুন বার্তা নিয়ে এলো। হিন্দুধর্মীয় বিবাহরীতিতে আশীর্বাদ একটি অন্যতম অনুষ্ঠান। যেখানে বিয়ের পর স্বামীর পায়ে গড় করে প্রণাম করতে হয় নববধূকে। কিন্তু সম্মান যদি প্রদর্শন করতেই হয় তাহলে তো উভয়পক্ষেরই করা উচিত। এই ভাবনা থেকেই নববধূকে প্রণাম করে বসলেন বর।
পিয়ুস আউচার নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিওটি নিজের সামাজিক পাতায় আপলোড করেছেন। এই ভিডিওটি তার বিবাহেরই ভিডিও। পিয়ুস আউচার এবং তার স্ত্রীর এই ভিডিওটি সমাজের কাছে নতুন বার্তা নিয়ে এসেছে। ভিডিওটি নেট মাধ্যমে হু হু করে শেয়ার করা হচ্ছে। বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউ। ২ লক্ষের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখেছেন। প্রায় ২৫ হাজার নেটিজেন ভিডিওর নিচে কমেন্ট করেছেন।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সাজ পোশাকে সেজে আছেন পিয়ুস আউচার এবং তার স্ত্রী। বিবাহের যাবতীয় অনুষ্ঠানের পর তারা একে অপরের সামনে দাঁড়িয়ে। সেই সময় প্রচলিত নিয়ম অনুসারে পিয়ুসকে প্রণাম করতে এগিয়ে আসেন নববধূ। কিন্তু পিয়ুস দ্রুততার সঙ্গে তাকে বাধা দেন। এরপর তিনি নববধূর সামনে ঝুঁকে তাকে প্রনাম করেন। আচমকা এই ঘটনাতে নববধূ চমকে গিয়ে লাফিয়ে পেছনে সরে যান।
View this post on Instagram
নিয়ম ভাঙ্গা এই ভিডিওটি কিন্তু এক লহমায় নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।ওই নবদম্পতির একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের এই মানসিকতার প্রশংসা করছেন নেটিজেনরা। বর্তমান যুগে প্রচলিত নিয়ম ভেঙে অনেকেই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখছেন। নবদম্পতির এমন মিষ্টি মুহূর্তের ভিডিওটি সমাজমাধ্যমে যে বার্তা দিয়েছে, তাকে সমর্থন জানাচ্ছেন নেটিজেনরা।