ঘটনার সূত্রপাত হয় দক্ষিণশ্বরের স্কাইওয়াকের উদ্বোধনের পর৷ উদ্বোধন হওয়ার দুদিনের মধ্যেই ৩৪০ মিটার দৈর্ঘের স্কাইওয়াকের বিভিন্ন জায়গা পান-গুটখার পিকে রঙিন হয়ে যায়। একই হাল বিশ্ববাংলা গেটেরও৷ সেই থেকে উদ্যোগী হয়েছে প্রশাসন৷ শহরকে কলঙ্ক মুক্ত করতে অভিযান শুরু হয়েছে জোরদার৷
শহরে যেখানে সেখানে ইচ্ছে মতো থুতু ফেলার বদ অভ্যাসে লাগাম টানতে কড়া হল প্রশাসন৷ থুতু ফেললেই দিতে হচ্ছে জরিমানা৷ শহরজুড়েই শুরু হয়েছে এই অভিযান৷ যথেষ্ট কড়া ভাবেই এই খারাপ অভ্যাসের বিরোধিতা শুরু হয়েছে৷
থুতু, পান-গুটখার পিক ফেলতে যদি অভ্যস্ত হন, তাহলে এবার থেকে সাবধান। পকেটে অন্তত হাজার পাঁচেক টাকা রেখে কাজটি করবেন। বৃহস্পতিবার পুর আইনে সংশোধনী এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ১০০ গুণ।
হাওড়া স্টেশনে চলছে আরপিএফের নজরদারি৷ স্টেশনে পিক, থুতু ফেললেই জরিমানা হচ্ছে৷ ৫০০ টাকা স্পট ফাইন করা হচ্ছে যাত্রীদের৷ থুতু ফেললে ১০০ টাকা জরিমানা হচ্ছে আর পান-গুটখার পিক ফেললে সেটা বেড়ে হয়ে যাচ্ছে ৫০০ টাকা৷
পান-গুটকার পিক, থুতুতে নোংরা শিয়ালদহ স্টেশনও৷ শিয়ালদহ স্টেশন পরিষ্কারে উদ্যোগী হয়েছে রেল৷ পরিষ্কারের হাল খতিয়ে দেখতে অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ থার্ড পার্টি দিয়ে অডিট করাবে রেল৷
পুর আইনে সংশোধনী শহর পরিচ্ছন্ন রাখতে বিধানসভায় পুর আইনের ৩৩৮ নম্বর ধারায় সংশোধনী এনেছে রাজ্য সরকার। জরিমানা বাড়ল ১০০ গুণ সম্প্রতি দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই সেখানে পান-গুটখার পিকে রাঙাতে দেখা যায় কাউকে কাউকে। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য সরকার। ফলে এই কাজ করলে জরিমানা ১০০ গুণ বাড়ানো হয়েছে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ জরিমানা যথাক্রমে ছিল ৫০ টাকা ও ৫ হাজার টাকা। এক্ষেত্রে সর্বনিম্ন জরিমানা ৫ হাজার টাকা আর সর্বোচ্চ জরিমানা এক লক্ষ টাকা করা হয়েছে।