৭১টি ভেড়ার বিনিময়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

স্ত্রী পালিয়ে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে। মেনে নেননি স্বামী। তবে পরে মানলেন প্রেমিকের সঙ্গে এক অদ্ভুত চুক্তির মাধ্যমে। ৭১টি ভেড়া ঘুষ নিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরখপুর এর চারপানি পঞ্চায়েতের একটি গ্রামে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসে প্রেমিকার সঙ্গে থাকছিলেন ওই মহিলা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় চারপানি গ্রামে। ঘটনা সুবিচার চেয়ে শ্বশুরবাড়ির লোকেরা পঞ্চায়েতে অভিযোগ জানান। সমাধানের জন্য আয়োজন করা হয় সালিশি সভার। কিন্তু সেই সালিশি সভায় পঞ্চায়েত প্রধান যা রায় দিলেন তাতে গ্রামের সবাই হতবাক।

পঞ্চায়েত প্রধান প্রেমিক কে বলেন সীমাকে বিয়ে করতে হলে একটা শর্ত মানতে হবে। সেই শর্তটি হলো প্রেমিকাকে পেতে হলে প্রাক্তন স্বামী রাজেশকে বিনিময় দিতে হবে ৭১টি ভেড়া। প্রেমিক ও মেষ তার ১৪২ টির মধ্যে ৭১টি ভেড়া প্রাক্তন স্বামী রাজেশের হাতে তুলে দেন এবং সীমাকে নিয়ে সংসার পাতেন।

তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি প্রেমিকের বাবা রামনরেশ পাল। তিনি পুলিশে দ্বারস্থ হন এবং রাজেশ এর বিরুদ্ধে ভেড়া চুরির অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “ছেলে কার সঙ্গে থাকবে সেটা নিয়ে আমার আপত্তি নেই। আমার শুধু ভেড়া ফেরত চাই।”

তবে তদন্ত শেষে পুলিশ জানায় রমেশ নিজের ইচ্ছায় ৭১টি ভেড়া রাজেশ কে দিয়েছেন। তাই উমেশের পরিবার এই ভেড়া আর ফেরত পাবে না।