
ত্বকের যত্ন (Skin Care) না নিলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে সূর্যের রশ্মি ও বাইরের ধোয়া ও ধুলো লাগার ফলেই ত্বকেই এই ক্ষতি হয়। তাই ত্বকের এই ক্ষতি যাতে না হয়ে তার জন্য সপ্তাহে অন্তত এক থেকে দুই ত্বকের যত্ন নিতে হবে। ত্বক উজ্জ্বল (Skin Bright) রাখার উপায় নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।
ত্বক উজ্জ্বল রাখতে কী কী লাগবে? (What does it take to keep the skin bright?)
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রয়োজন একটি ছোট ১ টাকার শ্যাম্পুর প্যাকেট, ব্যসন, লেবুর রস, তবে কারুর যদি লেবুর রসে অ্যালার্জি থাকে তাহলে সে টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারবে। এছাড়াও জল, টুথ পেস্ট।
ত্বক উজ্জ্বল রাখার পদ্ধতি (How to keep skin glowing):
ত্বক উজ্জ্বল ভাব চলে যায় ত্বকের যত্ন না নিলে। খুব সহজেই ত্বকের এই উজ্জ্বল ভাব ধরে রাখার জন্য প্রথমে ১ টাকার শ্যাম্পুর প্যাকেট ও তিন চামচ ব্যসন মিশিয়ে নিতে হবে।
তারপর ঐ মিশ্রণের সঙ্গে লেবুর রস অথবা টমেটো বা আলুর রস মিশিয়ে নিতে হবে। এখানেই শেষ নয়, ত্বকে ব্রণর সমস্যাও এখন খুব কমন। এর একটা সমাধান দরকার। এই টোটকায় রয়েছে ত্বকের এই সমস্যার সমাধান। ত্বকে ব্রণর সমস্যার সমাধানের জন্য ঐ মিশ্রণটিতে লেবুর রস মিশিয়ে নেওয়ার পর তার সঙ্গে টুথ পেস্ট মিশিয়ে নিতে হবে। আসলে টুথ পেস্ট মেশালে ত্বকে ব্রণর সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা যায় না। তাই এই মিশ্রণের সঙ্গে টুথ পেস্ট মেশানো যেতে পারে।
এবার ত্বক ভালো করে পরিষ্কার করে ত্বকে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ রাখার পর একটি তোয়ালে দিয়ে মিশ্রণটি তুলে ফেলতে হবে। তারপর নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মুখ ধুয়ে আসার পর এই মিশ্রণটি লাগালে ব্রণর দাগ বা ত্বকের অন্যান্য দাগ চলে যাবে।