অভিনয়গুণে জিতেছিলেন দর্শকের মন, নিয়তির কাছে হেরে বাঙালির হৃদয়ে আজও অমর গৌতম দে

দীর্ঘদেহী, সুঠাম চেহারা আর মুখে অনাবিল হাসি, সিরিয়াল (Bengali Serial) এবং সিনেমার (Bengali Movie) পর্দার চেনামুখ হয়ে গিয়েছিলেন গৌতম দে (Goutam Dey)। অভিনয়ের হাতেখড়ি দুরদর্শনের ‘জন্মভূমি’ (Jonmobhumi) ধারাবাহিকের হাত ধরে। প্রথম কাজেই খলনায়কের ভূমিকায় কিস্তিমাত করে ফেলেছিলেন তিনি। ব্যাস, তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিক এবং সিনেমাতে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন জীবনের শেষ দিনটি পর্যন্ত।

অথচ এই অভিনেতা কিন্তু তার কেরিয়ার শুরু করেছিলেন একেবারেই আলাদা ফিল্ডে। তিনি ছিলেন একজন ব্যাঙ্ক কর্মচারী। স্টেট ব্যাংকের জীবনদীপ এবং রাসবিহারী ব্রাঞ্চে দীর্ঘদিন কাজ করেছিলেন গৌতম দে। ধীরে ধীরে নাট্যজগতের সঙ্গে তার সখ্যতা বাড়তে থাকে। ‘ছদ্দবেশী’, ‘দম্পতি’, ‘বৈশাখী ঝড়’সহ বেশ কিছু নাটকে দুর্দান্ত অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। নাট্যজগতের সুবাদে তার সঙ্গে আলাপ হয়েছিল রবি ঘোষ, দুলাল লাহিরি, লিলি চক্রবর্তীদের মতো শিল্পীদের সঙ্গে। আবার নতুন প্রজন্মের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গেও ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’তে অভিনয় করেছেন গৌতম দে।

বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিককেও।দূরদর্শনের জন্মভূমি ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছিল। একইসঙ্গে জনপ্রিয় হয়েছিলেন গৌতম দে। এই ধারাবাহিকই ছিল ক্যামেরার পর্দার সামনে তার প্রথম কাজ। এখানে তিনি অভিনয় করেছিলেন খলনায়কের ভূমিকায়, নরনারায়ণের চরিত্রে। ছলনার আশ্রয়ে পিসীমার থেকে ময়নাগড়ের সব সম্পত্তি হাতিয়ে নেওয়াই ছিল নরনারায়ণের উদ্দেশ্য। ধারাবাহিকে তার পিসিমার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়।

Gautam Dey Movies, Filmography, Biography, WiKi & More

এরপর ‘কুসুমদোলা’, ‘ধেততেরিকি’, ‘হৃদয় হরন বিএ পাস’ থেকে হালফিলের ‘করুণাময়ী রানী রাসমণি’তেও অভিনয় করেছেন তিনি। তার মুখের হাসি মনে রাখার মতো। তবে শেষ জীবনে মারণ রোগ ক্যান্সার তার হাসি কেড়ে নিতে চেয়েছিল। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষমেষ ২০১৮ সালের ২৪শে ডিসেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা অভিনয় জগতে। তবে দর্শকের মনে এখনও তিনি জীবিত তার কাজের মাধ্যমে।