উর্ধাঙ্গে নেই এক টুকরো কাপড়, শাড়ি-ব্লাউজ খুলে উন্মুক্ত শরীরের ছবি দিলেন ‘খড়ি’ শোলাঙ্কি

শাড়ি-ব্লাউজ খুলে উন্মুক্ত উর্ধাঙ্গের ছবি দিলেন ‘খড়ি’ শোলাঙ্কি, দেখে থ নেটপাড়া

ইচ্ছেনদী (Icche Nodee), প্রথমা কাদম্বিনী (Prathama Kadombini) থেকে গাঁটছড়া (Gantchchora), একের পর এক বাংলা সিরিয়ালে ঝড় তোলার পর টলিউড অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) এখন দর্শকদের অতি পছন্দের একজন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও তার বেশ বড় ফ্যান বেস রয়েছে। তাকে তার অভিনয়ের দক্ষতার জন্য দর্শকরা তো পছন্দ করেনই সেই সঙ্গে তার রূপেও মুগ্ধ ভক্তরা।

সদ্য সিরিয়াল ছেড়েছেন অভিনেত্রী। স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালটি বন্ধ হওয়ার আগেই ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন তিনি। এখন কিছুদিনের ব্রেক নেওয়ার পর তিনি আবার নতুন করে নতুন ভাবে কাজের জগতে ফিরতে চান। এরই মধ্যে তাকে ওয়েব সিরিজে দেখেছেন দর্শকরা। এবার সিনেমাতেও পা রাখতে পারেন শোলাঙ্কি।

SOLANKI ROY

তবে আপাতত তার কাজ নিয়ে নয়, শোলাঙ্কিকে নিয়েই এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল চর্চা চলছে। কারণ সদ্য তিনি তার একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় থাকেন তিনি। মাঝে মধ্যেই বিভিন্ন ফটোশুটের ছবি এবং ভিডিও তিনি শেয়ার করে থাকেন। এবার যেমন লাল পাড় সাদা রঙের একটি শাড়ি পরে ক্যামেরার দিকে পিছন ফিরে ছবি তুলে শেয়ার করেছেন।

শোলাঙ্কির এই ছবিটিতে দেখা যাচ্ছে তার পরনে শুধু শাড়ি ছাড়া আর কিছুই নেই। ব্লাউজ ছাড়া শাড়ি পরেছেন তিনি। ছবিতে নজর কাটছে তার উন্মুক্ত উর্ধাঙ্গ। খোলা পিঠ বেয়ে নেমে আসছে খোলা চুল। তার এমন আবেদনময়ী অবতার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। যদিও তাকে ট্রোল করতেও ছাড়েননি কেউ কেউ।

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

শোলাঙ্কিকে এই রূপে দেখে তার ভক্তদের মুখ থেকে কথা সরছে না। অভিনেত্রীর রূপের ভূয়সী প্রশংসা করছেন তারা। তবে জনৈক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে লিখেছেন, “অন্যদেরকে না দেখিয়ে নিজের বরকে শরীর দেখাও।” যদিও এমন মন্তব্যের কোনও উত্তর দেননি তিনি। সোশ্যাল মিডিয়ার এই যুগে ভাল-খারাপ দুই ধরনের মন্তব্যই সমানভাবে গ্রহণ করতে হয় তারকাদের।

GANTCHCHORA

আরও পড়ুন : পঞ্চমীর ‘নীলু’র কাছে সোনা-রূপাও ফেল, এই খুদে অভিনেতার পরিচয় জানলে চমকে যাবেন

আজ পর্যন্ত বাংলা সিরিয়ালে শোলাঙ্কিকে ঘরোয়া, শান্তশিষ্ট স্বভাবের একজন নায়িকা হিসেবেই দেখেছেন দর্শকরা। তবে সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ে তার সাহসী ফটোশুট। যেগুলো তার ভক্তদের প্রবলভাবে নাড়া দেয়। এর আগেও ব্লাউজ ছাড়া শাড়ি পরে উন্মুক্ত শরীরের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন তিনি। তখনও একইভাবে প্রশংসা এবং নিন্দে দুটোই ধেয়ে এসেছিল তার দিকে।

আরও পড়ুন : কন্ট্রাক্ট শেষ হওয়ার ৪০ দিন আগেই ‘গাঁটছড়া’ থেকে সরিয়ে দেওয়া হয় খড়িকে, কেন জানেন?