

গত বছর থেকেই টলি টাউনে শোনা যাচ্ছে পরিচালক অতনু বোসের (Atanu Bose) পরবর্তী ছবি ‘অচেনা উত্তম’ নিয়ে বহু জল্পনা। অবশেষে বুধবার ‘উত্তম’ এর সাজে সামনে এলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), ‘মহানায়িকা’র ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ‘গৌরীদেবী’র সাজে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)।
এরপর সন্ধ্যেবেলায় পরিচালক প্রকাশ করলেন, ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার সকলের প্রিয় রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। সম্প্রতি কিছুদিন আগেই ‘অভিযাত্রিক’ ছবিতে ‘অপর্ণা’ র চরিত্রে অভিনয় করেছেন তিনি।এখানে শর্মিলা ঠাকুরের চরিত্রতে অভিনয় করেছেন তিনি।
উত্তমকুমারের ব্যক্তিজীবন নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই।দিতিপ্রিয়া মনে করছেন, বাঙালির সেই কৌতূহলের অনেকটাই সুরাহা করতে পারবেন “অচেনা উত্তম”।অন্যদিকে ঋতুপর্ণা জানালেন,সুচিত্রা সেনের চরিত্র পেয়ে একাধারে তিনি যেমন আনন্দিত তেমনই ভয়ও পাচ্ছেন তিনি কারণ বাঙালির ভাবাবেগ জড়িয়ে আছে এই চরিত্রটির সাথে।
অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রগুলির মধ্যে স্নেহা দাস ফুটিয়ে তুলবে গৌরীদেবীর ছোট বয়স। ‘সলিল দত্ত’ অরিন্দম বাগচী, ‘শক্তি সামন্ত’র চরিত্রে অনিন্দ্য সরকার।এছাড়াও সম্পূর্ণা লাহিড়ি, অয়না চট্টোপাধ্যায়কে দেখা যাবে ছবিতে।ছবির শুটিং চলবে মার্চ মাস থেকে।ছবির পরিচালনার দায়িত্বে আছে অলকানন্দা আর্টস প্রাইভেট লিমিটেড।