দেখুন তৃণমূলের ২৯৪টি আসনের সম্পুর্ণ প্রার্থী তালিকা

একুশের বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হল। ৫০-এর বেশি মহিলাকে প্রার্থী করা হয়েছে। তালিকায় রয়েছে তফশিলি জাতির ৭৯ জন, উপজাতির ১৬ জন প্রায়। ৫০এর কম বয়সী প্রায় ১০০জনের নাম রয়েছে তালিকায়। পাশাপাশি এবার তারকা মুখেও জোর দিয়েছে তৃণমূল। বহু আসনে লড়ছেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা।

আর এই বৈঠক শেষে যে প্রার্থী তালিকা শাসকদল তৃণমূল এনেছে তাতে দেখা যাচ্ছে প্রত্যাশামতোই উঠে এসেছে একাধিক মহিলা, যুবার নাম। আগেই প্রত্যাশা করা হয়েছিল এই তালিকায় ঠাঁই পাবেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া একাধিক টলিউড অভিনেতা অভিনেত্রী। আর সেই প্রত্যাশাও যেন বাস্তবায়িত হলো। তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি ৩টিতে তৃণমূলের বন্ধু দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে।

তৃণমূলের ২৯৪ টি আসনের সম্পুর্ণ প্রার্থী তালিকা