‘পোন্নিয়ান সেলভান ২’-এর জন্য কে কত পারিশ্রমিক পেলেন? ঐশ্বর্যর পারিশ্রমিক জানলে চমকে যাবেন

চোল সাম্রাজ্যের অজানা ইতিহাসকে নিজের ছবির মাধ্যমে বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক মণি রত্নম (Mani Ratnam)। ২০২২ সালে ‘পোন্নিয়ান সেলভান’ (Ponniyin Selvan) ছবির প্রথম পার্টটি মুক্তি পেয়েছিল।‌‌ যেখানে ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) দেখে সকলে চমকে গিয়েছিল। প্রথম পার্টটি বক্স অফিসে সফল হওয়ার পর এবার মুক্তি‌ পেয়েছে ছবির দ্বিতীয় পার্ট। তবে ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতারা। এই প্রতিবেদন দেখে জেনে নিন তারা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন।

   

শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala): বর্তমান ওয়েব সিরিজ ও সিনেমার দুনিয়ার জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন শোভিতা ধুলিপালা। ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই জন্য তিনি আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

Trisha Krishnan

ত্রিশা কৃষ্ণান (Trisha Krishnan): তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ত্রিশা কৃষ্ণান। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতে অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই। এই ছবির দ্বিতীয় পার্টে অভিনয়ের জন্য তিনি ৩ কোটি টাকা নিয়েছেন।

জয়ম রবি (Jayam Ravi): এই ছবির যে দক্ষিণী তারকারা অভিনয় করেছেন তাদের মধ্যেই অন্যতম হলেন দক্ষিণী সুপারস্টার জয়ম রবি। এই ছবিতে অভিনয় করে‌ তিনি জনপ্রিয়তাও অর্জন করেছেন। তিনি পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় তিন কোটি টাকা।

Karthi

কার্থি (Karthi): তামিল সিনেমার দুনিয়ার পরিচিত মুখ হলেন কার্থি। তাকে বহু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan): হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। বহুদিন পর তাকে এই তামিল ছবিতে দেখতে পেয়েছে দর্শকরা। ‘পোন্নিয়ান সেলভান ২’-এর জন্য প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।

Vikram

বিক্রম (Vikram): এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চিয়ান বিক্রম। আয়ের দিক থেকেও সবাইকে পিছনে ফেলে দিয়েছে এই দক্ষিণী অভিনেতা। ‘পোন্নিয়ান সেলভান ২’তে অভিনয় করার জন্য তিনি ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।