১লা ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, টাকা লেনদেন হচ্ছে আরও সহজ

আগামী মাসের ১লা তারিখ থেকেই মানুষের প্রয়োজনীয় নানান পরিষেবার নিয়মাবলীতে আসতে চলেছে একগুচ্ছ পরিবর্তন। এই পরিষেবাগুলোর মধ্যে আছে রেলওয়ে(Railway), RTGS , গ্যাস (LPG Gas) এবং ব্যাংক (Bank) সংক্রান্ত পরিষেবাও।

এই পরিষেবাগুলি মানুষের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকায় এই পরিষেবার নিয়মের পরিবর্তন প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনেও।একনজরে দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে কোন কোন প্রয়োজনীয় পরিষেবায় পরিবর্তন আসতে চলেছে।

RTGS-এর নিয়ম বদল

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI সম্প্রতি RTGS 24x7x365 করার সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে। এই নতুন নিয়ম লাগু করা হবে ডিসেম্বর মাস থেকে।

আরও পড়ুন : বদলে গেল চেক ভাঙিয়ে টাকা তোলার নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে RTGS এর মাধ্যমে ২৪ ঘণ্টা টাকা লেনদেন করতে পারবেন গ্রাহকরা। আগে এই পরিষেবা শুধুমাত্র ব্যাংকের ওয়ার্কিং দিনগুলিতে (Working Days) সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত পেতেন ব্যাংক গ্রাহকরা। কিন্তু এখন থেকে এই পরিষেবা মিলবে ২৪ ঘন্টাই।

পলিসি প্রিমিয়াম (Policy Premium)

আরও পড়ুন : কীভাবে চেক লিখতে হয়, জানুন চেক লেখার সঠিক নিয়ম 

আগামী মাস থেকে ৫ বছর পলিসি হোল্ডাররা (Policy Holder) প্রিমিয়ামের (Premium) টাকা কমাতে পারবেন ৫০ শতাংশ পর্যন্ত।

ট্রেনের টাইমটেবিল (Train Timetable)

আগামী মাসের ১লা তারিখ থেকে একাধিক নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।আগেই করোনা পরিস্থিতিতে একাধিক স্পেশাল ট্রেন নামানো হয়েছে।

আরও পড়ুন : বদলে যাচ্ছে ATM কার্ড ব্যাবহারের ১০টি নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

এবার আরও বেশ কয়েকটি ট্রেন নামাতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনগুলোর মধ্যে আছে ঝিলাম এক্সপ্রেস (Jhilam Express) ও পঞ্জাব মেলও (Panjab Mail)।

রান্নার গ্যাসের (LPG Gas) দাম

১লা ডিসেম্বর থেকে রান্নার গ্যাস সংক্রান্ত নিয়মে বদল আসতে চলেছে। ডিসেম্বর মাস থেকে প্রতি মাসের ১ তারিখে গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দামের বদল হবে।

আরও পড়ুন : নভেম্বর মাস থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্ক, গ্যাস ডেলিভারীর ৫টি নিয়ম

এই দাম কোনও মাসে বাড়তেও পারে আবার কোনও মাসে কমতেও পারে। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের ১ লা তারিখে সিলিন্ডারের দাম পরিবর্তন হবে।