ICC Cricket World Cup 2023 : ২০২৩ সালের ১৯শে নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ (Word Cup) -এ ফের মুখ থুবড়ে পড়ল ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) -র টিম। ২০ বছর আগের ইতিহাসের ঘটলো পুনরাবৃত্তি, ট্রফি আসলো না ভারতের দখলে। স্বপ্ন ভঙ্গ হলো ১৪০ কোটি ভারতবাসীর, কারণ ২৪০ রান করেই থেমে গেলো ভারতীয় দল। বিপরীত পক্ষে অস্ট্রেলিয়ার মাত্র তিনটি উইকেট পরে ও শেষ পর্যন্ত বিজয়মালা তাদের গলায় ওঠে। কিন্তু শুধুই কি টিম ইন্ডিয়ার দোষ ছিল? টিম ইন্ডিয়ার এই হারের নেপথ্যে রয়েছে কি কি কারন চলুন আলোচনা করে নেওয়া যাক।
Why India lost in World Cup 2023
প্রথম কারণ, টিম ইন্ডিয়ার টসে হেরে যাওয়া। ভারত ব্যাট করার সময় পিচ প্রচণ্ড শুকনো ছিল, যার ফলে বল দেরিতে ব্যাটে আসছিল এবং রান করা খুব সহজ হচ্ছিল না, তবে অস্ট্রেলিয়ার ইনিংসের সময় পরিস্থিতি পুরোপুরি বদল ঘটল। সন্ধ্যা ৭টা গড়াতেই শিশির পড়তে শুরু করল এবং ভারতের জন্যে পরিবেশ আরো খারাপ হয়ে গেল। এর ফলে অস্ট্রেলিয়ার জেতার পথ সুগম হলো।
দ্বিতীয়ত, ভারতীয় দলের ব্যাটিংয়ে কোনো দ্বিতীয় পরিকল্পনা না থাকাও একটা কারণ। সেমিফাইনাল এবং অন্যান্য ম্যাচে ব্যাটিংয়ের সময় একটা দ্বিতীয় পরিকল্পনা ছিল ভারতের। ফাইনালে ভারতের ব্যাটিংয়ে কোনো দ্বিতীয় পরিকল্পনা চোখে পড়েনি। কোহলি এবং রাহুল বাদে কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি।
তৃতীয়ত, লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা। রবীন্দ্র জাডেজা মোটে ৯ রান করলেন এবং সূর্যকুমার যাদবের রান ১৮ হয়। টি-টোয়েন্টির নায়ক এক দিনের ক্রিকেটে একেবারেই ব্যর্থ হলেন। এখন আর তাঁকে এই দলে রাখার প্রয়োজনীয়তা রয়েছে কি না সে বিষয়েও ভেবে দেখা দরকার।
আরও পড়ুন : ১১ রকমের আউট হয় ক্রিকেটে, কখন কোন আউট দেওয়া হয়?
চতুর্থত, প্রচুর অতিরিক্ত রান দেওয়া একটা বিশেষ কারণ। অস্ট্রেলিয়া অসাধারণ ফিল্ডিং করেছে, অতিরিক্ত রান দিয়েছে ১২ এবং অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে খুব কম করে হলেও ৪ থেকে ৪৫ রান বাঁচিয়েছে। শামি এতটা বাইরে বল করেছেন যে, রাহুল তা ধরতে পারেননি। এর ফলে অস্ট্রেলিয়ার রান করা আরো সহজ হয়ে গেল।
আরও পড়ুন : বিশ্বকাপে কত টাকা জিতল বিজয়ী দল? টাকার অংক ঘুরিয়ে দেবে মাথা
আরও পড়ুন : গত ৩০ বছর ধরে অক্ষত রয়েছে শচীনের ৫ টি বোলিং রেকর্ড
পঞ্চমত, ভারতের বোলিংয়ের ধার প্রথম ৭ ওভারের পর কমে যাওয়াও একটি কারণ। ৭ ওভার এবং ৪৭ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩টি উইকেট ফেলে দেওয়ার পর ভারতীয় বোলারদের আরো তৎপর হতে হত। কিন্তু হয়ে যায় ঠিক উল্টো। ৭ অভার হতে না হতেই ভারতীয় বোলারদের ধার কমে যায়। এর জন্য যদিও পরিবেশও দায়ী, যার পরিণাম অস্ট্রেলিয়ার মাথায় উঠলো বিজয় মুকুট
আরও পড়ুন : জন্ম গরিব পরিবারে, কিন্তু ক্রিকেট বদলে দিয়েছে এই ১০ ক্রিকেটারের জীবন