Post Office Schemes : অনেকেই আছেন যারা ভবিষ্যতের কথা ভেবে টাকা জমান। তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন কিভাবে জমানো টাকা দ্বিগুণ করা সম্ভব? তবে সেটাও সম্ভব। সরকারি স্কিম (Government Scheme) -এ টাকা বিনিয়োগ করে নিশ্ছিদ্র নিরাপত্তার সঙ্গেই দ্বিগুণ হতে পারে টাকা। পোস্ট অফিসের বেশ কয়কটি স্কিমে আপনি খুব কম সময় নিজের বিনিয়োগ করা টাকা ডবল করতে পারবেন। চলুন জেনে নিই সেই স্কিম গুলোর সম্পর্কে।
Best Post Office Schemes For Savings
ন্যাশনাল সেভিংস স্কিম (National Savings Scheme) : ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এ বিনিয়োগ করা একটি দারুণ ব্যাপার। এই স্কিমে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। বর্তমানে এই স্কিমে সুদের হার ৬.৮ শতাংশ। এই স্কিমে টাকা দ্বিগুণ করতে ১০ বছরেরও বেশি সময় লাগবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) : এছাড়া রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডও। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা বিনিয়োগ করলে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের যে বিনিয়োগের স্কিমগুলি রয়েছে, তার মধ্যে এটি হল অন্যতম জনপ্রিয় একটি স্কিম। পিপিএফ অ্যাকাউন্টে অনেক আকর্ষণীয় সুযোগ সুবিধাও পাওয়া যায়।
টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Time Deposit Account) : ব্যাঙ্ক-এর ফিক্সড ডিপোজিড স্কিমের মতো পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট একজন বিনিয়োগকারীকে নির্দিষ্ট মেয়াদে ভালো টাকা রিটার্ন দেয়। পোস্ট অফিস টাইম ডিপোজিটের বিভিন্ন মেয়াদ রয়েছে। এতে সর্বনিম্ন বিনিয়োগ ১০০০ টাকা এবং কোন উচ্চ সীমা নেই। অ্যাকাউন্টধারীর সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা হয়। এছাড়াও ১৯৬১ সালের আয়কর আইনের ধারা ৮০C অনুযায়ী ৫-বছরের টাইম ডিপোজিট-এর ক্ষেত্রে কর ছাড় পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) : এই স্কিমে অভিভাবকেরা মেয়ের ভবিষ্যত নিরাপদ করতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে সর্বনিম্ন মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ হতে পারে ১,৫০,০০০ টাকা। এই স্কিমে ৭.৬ শতাংশ হারে সুদে প্রায় সাড়ে ৯ বছরে বেশি সময়ে টাকা দ্বিগুণ হতে পারে।
আরও পড়ুন : প্রিমিয়ামের থেকে মিলবে ৭ গুণ বেশি টাকা, মধ্যবিত্তদের জন্য নতুন স্কিম আনলো LIC
আরও পড়ুন : দুস্থ মেধাবীদের জন্য মোটা টাকা স্কলারশিপ দিচ্ছে রতন টাটা, রইল আবেদনের পদ্ধতি
সিনিয়র সিটিজেন সেভিংস (Senior Citizen Savings) : বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই সেভিংস স্কিমগুলি হল একটি সরকারি সঞ্চয় প্রকল্প, যেখানে ৬০ বছরের বেশি বয়সি নাগরিকরা টাকা বিনিয়োগ করতে পারেন। এই সেভিংস স্কিমের মেয়াদ থাকে পাঁচ বছরের। তবে মেয়াদ শেষ হওয়ার পরও তা আরও তিন বছরের জন্য বাড়ানো যায়।