১০ সেকেন্ডে উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস, মহিলাটির আসল স্বামী কে?

মহিলাটির স্বামী কে? কেবল বুদ্ধিমানরাই সঠিক জবাব দিতে পারবেন

অনলাইনে ছবির ধাঁধা (Optical Illusion) -র সমাধানের মাধ্যমে যেকোনও ব্যক্তি তার বুদ্ধির ক্ষমতা বিচার করতে পারেন। আপনি কীভাবে চিন্তা করছেন, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা, তার পরীক্ষা সম্ভব এই ছবির ধাঁধা সমাধানের মাধ্যমে। যারা নিয়মিত এমন ধাঁধার সমাধান করেন তাদের স্মৃতিশক্তি খুবই প্রখর হয়। তাই আজ আমরা নিয়ে হাজির হয়েছি এমনই একটি ছবি।

এখানে একটি ছবি রয়েছে যেখানে একজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। এই দুজন পুরুষের মধ্যে একজন মহিলাটির স্বামী। আপনাকে খুঁজে বার করতে হবে কে এই মহিলাটির আসল স্বামী? ছবি দেখে আপাত দৃষ্টিতে এর উত্তর দেওয়া কঠিন বলে মনে হলেও যাদের পর্যবেক্ষণ ক্ষমতা খুবই ভালো, তারা এর উত্তর দিতে পারবেন সহজেই।

Optical Illusion

   

অবশ্য এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য খুব বেশি মাথা খাটানোর কিন্তু প্রয়োজন নেই। একটু খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেই উত্তরটা দেওয়া সহজ হবে। তবে উত্তরটা দিতে হবে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে। এত কম সময়ের মধ্যে আসল উত্তরটা খুঁজে বের করতে অনেকেই বেশ বেগ পেতে হয়েছে।

ছবি দেখে প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়েছেন। প্রায় ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে আসল উত্তরটা খুঁজে পেয়েছেন তারা নিঃসন্দেহে বুদ্ধিমান। এদের আইকিউ লেভেল আর পাঁচজন সাধারণের থেকে অনেক বেশি। ‌ তবে যারা উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য রইল ছবির বিশ্লেষণসহ আসল উত্তর।

Optical Illusion

এই ছবিটিতে যে মহিলাটির ছবি রয়েছে তাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই তার স্বামীর পরিচয় পাবেন। মহিলাটির দুই পাশে দুই পুরুষ রয়েছেন। তাদের একজনের ছবি রয়েছে মহিলাটির কাছে। সেটা দেখেই তার স্বামীর পরিচয় পাওয়া যায়। ছবিটি রয়েছে তার জ্যাকেটের পকেটে।

আরও পড়ুন : ১৫ মিনিট ‘জওয়ানে’ মুখ দেখিয়ে কত পারিশ্রমিক পেলেন দীপিকা? জানলে ‘হাঁ’ হয়ে যাবেন

Optical Illusion

আরও পড়ুন : করিনা কাপুরের সম্পত্তির পরিমাণ কত? টাকার অংক শুনলে নীতা আম্বানিও লজ্জা পাবে

ছবিতে উপস্থিত এই মহিলার জ্যাকেটের বাম পকেটের নিচে একজন ব্যক্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ছবিতে উপস্থিত ব্যক্তির চেহারার সঙ্গে মহিলার বাম পাশে উপস্থিত ব্যক্তির চেহারার মিল রয়েছে। এই ব্যক্তিটিই হলেন মহিলাটির স্বামী। আপনি যদি নিয়মিত ছবির ধাঁধার সমাধান করতে শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার মস্তিষ্কের সক্রিয়তা বাড়বে ও আপনিও উত্তর খুঁজতে সফল হবেন।