Find Three Differences Between These Two Photoes : ধাঁধামূলক প্রশ্ন কিংবা ছবির ধাঁধার সমাধান এখন খুবই জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অবসর সময়টা এখনো অনেকে ধাঁধার সমাধান করে পার করতে পছন্দ করেন। আগে বিভিন্ন বই এবং সংবাদ মাধ্যমের পাতায় পাওয়া যেত এমন সব ধাঁধা। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন হাতের নাগালেই পাওয়া যায় এসব। এর মাধ্যমে যেকোনও ব্যক্তি তাদের আইকিউ (IQ Level) এবং দৃষ্টিশক্তির পরীক্ষা (Optical illusion) করতে পারবেন।
ছবি দেখে ধাঁধার সমাধান দিতে পছন্দ করছেন নেট দুনিয়ার মানুষেরা। যেমন এই প্রতিবেদনে রয়েছে পরপর দুটি ছবি। দুটি ছবিকে দেখলে আপাতদৃষ্টিতে এক বলে মনে হবে। কিন্তু এই দুটি ছবির মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। যাদের দৃষ্টি শক্তি প্রখর এবং যারা একাগ্রচিত্তের মানুষ তারাই পারবেন এর জবাব দিতে।
ছবি দুটিতে দেখা যাচ্ছে বেড়ায় ঘেরা একটি তৃণভূমির উপর দাঁড়িয়ে রয়েছে ছাগল। খুব মনোযোগ সহকারে ছবি দুটি লক্ষ্য করলে পার্থক্যটা ধরা পড়বে চোখে। তবে এর জন্য সময় রয়েছে মাত্র ১০ সেকেন্ড। ১০ সেকেন্ডের মধ্যে যদি আপনি ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করতে পারেন তাহলে আপনি এই চ্যালেঞ্জ জিতে যাবেন
মনোবিজ্ঞানীদের মতে যারা নিয়মিত এইভাবে ধাঁধার সমাধান করতে থাকেন তাদের মস্তিষ্ক ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে। এটা মস্তিষ্কের জন্য খুবই ভালো ব্যায়াম। যারা নিয়মিত এর চর্চা করেন তাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি প্রখর হয়। যদি আপনি এই পার্থক্য গুলি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি বাকিদের তুলনায় ভালো।
কেবল এক শতাংশ মানুষ ১০ সেকেন্ডের মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করার চ্যালেঞ্জ জিতে নিতে পেরেছেন। বাকি ৯৯% মানুষ ব্যর্থ হয়েছেন অথবা হার শিকার করে নিয়েছেন। আপনি যদি এর মধ্যে পার্থক্যগুলি খুঁজে নিতে পারেন তাহলে আপনি জিনিয়াস। না পারলেও আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোন কোন পার্থক্য রয়েছে দুটি ছবিতে।
আরও পড়ুন : শুভমন গিলের বোন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী? পরিচয় জেনে অবাক নেটপাড়া
আরও পড়ুন : দুর্গা প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি লাগে কেন? রইল কারণসহ ব্যাখ্যা
প্রথম পার্থক্যটি রয়েছে গাছের ডালে। দ্বিতীয় পার্থক্যটি রয়েছে ছাগলের কানে। তৃতীয় পার্থক্যটি রয়েছে কাঠের ওই বেড়ার মধ্যে। আপনি যদি প্রথম চেষ্টায় সফল না হয়ে থাকেন তাহলে নিয়মিত এমন অপটিক্যাল ইল্যুশনের সমাধান করতে পারেন। এই অভ্যাস করলে একদিন আপনি এতে সিদ্ধহস্ত হয়ে উঠতে পারবেন।