বাংলার রত্ন তুলে ছবি বানাচ্ছে আর্জেন্টিনা, টলিউডে অবহেলিত হয়েও যোগ্য সম্মান পেলেন ভিক্টর ব্যানার্জি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Thakur) বিশ্বকবি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তার গুণমুগ্ধরা। রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ তো জগৎ বিখ্যাত। এই গীতাঞ্জলির সূত্রেই আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর (Victoria Okampo) সঙ্গে তার আলাপ। রবীন্দ্রনাথের গুণমুগ্ধ ছিলেন ভিক্টোরিয়া। আবার অনেকেই বলেন রবীন্দ্রনাথের লেখনীর ছত্রে ছত্রে নাকি ভিক্টোরিয়া ওকাম্পোর প্রভাব রয়েছে! কে এই ভিক্টোরিয়া? তার সঙ্গে কেমন ছিল কবিগুরুর সম্পর্ক? এবার জানা যাবে আর্জেন্টিনার একটি ছবি মারফত।

আর্জেন্টিনাবাসী পরিচালক পাবলো সিজার (Pablo Seizure) রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়ার কাহিনী সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়ার সম্পর্ক নিয়ে অনেক জল্পনা রয়েছে। অনেক প্রশ্ন ওঠে তাদের সম্পর্ককে কেন্দ্র করে। এবার সব প্রশ্নের উত্তর মিলবে এই ছবিতে। এই ছবি তাই স্বভাবতই রবীন্দ্রনাথের ভক্তদের কাছে অনেক বড় পাওনা।

এই ছবির চিত্রনাট্যও লিখেছেন পাবলো। ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন টলিউড অভিনেতা ভিক্টর ব্যানার্জি এবং ভিক্টোরিয়ার ভূমিকায় অভিনয় করছেন আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রাইমা সেনকেও। ভিক্টোরিয়া এবং রবীন্দ্রনাথের সম্পর্কের সমীকরণকে একজন নারী-পুরুষের গতানুগতিক সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে বেঁধে ফেলতে চায় সমাজ। আদতে কেমন ছিল তাদের সম্পর্ক?

শোনা যায়, ১৯২৪ সালে রবীন্দ্রনাথ জলপথে পেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। সেই সময় আচমকা জাহাজে ভীষণ অসুস্থ হয়ে পড়েন কবিগুরু। জাহাজ সেই সময় আর্জেন্টিনা পেরোচ্ছিল। ততদিনে রবীন্দ্রনাথের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। গীতাঞ্জলির সুবাদে রবীন্দ্রনাথের অনেক বড় ভক্ত হয়ে উঠেছিলেন ভিক্টোরিয়া। রবীন্দ্রনাথের অসুস্থতার খবর পেয়েই তিনি কবিগুরুকে নিজের কাছে নিয়ে আসেন।

৩৪ বছর বয়সি ভিক্টোরিয়া নিজের মনপ্রাণ দিয়ে রবীন্দ্রনাথের সেবা করেছিলেন। ১৯২৫ সালের জানুয়ারি মাসে রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার থেকে বিদায় নিয়ে আবার দেশে ফিরে আসেন। তাদের সেই সম্পর্ককে রিল পর্দায় বেঁধে ফেলেছেন পাবলো।

পরিচালনায় তাকে সাহায্য করেছেন ভারতীয় পরিচালক সূর্য কুমার। উল্লেখ্য, এর আগে পরমব্রত চ্যাটার্জীও রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়াকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। তবে কোনও কারণে ছবি বানানো হয়নি এখনও। রবীন্দ্রনাথকে নিয়ে পাবলোর বানানো এই ছবির নাম ‘থিংকিং অফ হিম’। ছবিটি মুক্তি পাবে ৬ই মে।