বিচিত্র এই পৃথিবী তার চেয়ে আরো বিচিত্র মানব জাতি। কিন্তু এই মানব শরীর সৃষ্টি কি দিয়ে ? বলা হয়ে থাকে পৃথিবীতে যত গঠনতন্ত্র আছে তার মাঝে সবচাইতে জটিল গঠনতন্ত্র হচ্ছে মানবদেহ। মানবদেহ নিয় আজো চলছে নানা ধরণের গবেষণা। তবে মজার বিষয় হচ্ছে এই মানবদেহে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। যা আমাদের দেহে হলেও আমরা এগুলো জানি না বা টের পাই না। আজ আমরা তেমনই কিছু মজার তথ্য জানব মানবদেহ নিয়ে যা আপনার হয়তো অজানা। আসুন তাহলে জেনে নিই মানবদেহ নিয়ে অজানা ও মজার তথ্যগুলো।

১. মানব শরীরে ৭০% জল ও ১৮% কার্বন রয়েছে
২. একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান
৩. হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়।এটা মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত।
৪. মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।
৫. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ।অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।

আরো পড়ুন : হার্টের চিকিৎসায় ভারতের সেরা ১০ টি হাসপাতাল
৬. চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
৭. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।৮. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
৯. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
১০. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।

আরো পড়ুন : হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, ভুলেও অবহেলা করবেন না
১১. একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।
১২. সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
১৩. স্বাভাবিক ভাবে বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।
১৪. মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।

১৫. একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।
১৬. জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে।
১৭. জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।
১৮. একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটায়।
১৯. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
২০. একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।

আরো পড়ুন : হার্টের চিকিৎসায় ভারতের সেরা ১০ টি হাসপাতাল
২১. একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
২২. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
২৩. জিভ মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি।
২৪. যদি আপনি ৭০ বছর বেঁচে থাকেন তবে এ সময়ের মধ্যে আপনার হৃদপিণ্ড ৩০০ কোটিবার স্পন্দিত হবে।
২৫. ৩০০ টি হাড় নিয়ে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬টি হাড় থাকে।

আরো পড়ুন : ভারতের ১০টি সেরা ক্যানসার চিকিৎসার হসপিটাল
২৬. ২৬ ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে আমাদের মাথার খুলি তৈরি।
২৭. হাঁচির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। তাই চোখ খোলা রেখে হাঁচি দেওয়া সম্ভব নয়।
২৮. আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায়।
২৯. মানুষের মস্তিস্কের গঠন বন্ধ হয়ে যায় ১৮ বছর বয়স থেকে।
৩০. মানুষের মস্তিস্ক কখনোই বিশ্রাম করেনা, এটা ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।

আরো পড়ুন : ভারতের সেরা ১৩ টি হাসপাতাল – সুখ্যাত ও নির্ভরযোগ্য
৩১. আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৩২. সারাজীবনে ১০ হাজার লালা উৎপন্ন করে লালাগ্রন্থি।
৩৩. প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
৩৪. রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।
৩৫. একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্ত।

একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা করে
(ক) ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়।
(খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে।
(গ) প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে।
(ঘ) হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়।
(ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে।
(চ) ১ সের ২ ছটাক জল পান করে।
(ছ) মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে।
(জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে।
(ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়।
আরো পড়ুন : রাত্রে ঘুম আসে না ? জেনে নিন ৫ মিনিটে ঘুমিয়ে পড়ার ১০ টি উপায়
তথ্যসূত্রঃ ইন্টারনেট