আয়কর দফতর একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার জানিয়ে দিল, যদি মা-ই একমাত্র অভিভাবক হন, তাহলে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মে বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক নয়। আয়কর দফতরের এই নতুন নিয়মটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস।
আয়কর নিয়মে কিছু বদল এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস৷ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে এবার থেকে PAN-এর আবেদন পত্রে সিঙ্গল পেরেন্ট হিসেবে মা থাকলে, তার নাম উল্লেখ করার জায়গা দেওয়া হবে৷ এখনও বাবার নাম উল্লেখ করার রীতিই রয়েছে PAN অ্যাপলিকেশনে৷ নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ৫ ডিসেম্বর থেকে৷
এই মুহূর্তে প্যান কার্ডের ফর্ম ভর্তি করার সময় বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক। নতুন নিয়মটি বলবৎ হবে আগামী ৫ ডিসেম্বর থেকে। কারও বাবা যদি বিবাহবিচ্ছিন্ন অথবা প্রয়াত হন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর মায়ের নাম উল্লেখ করতে পারবেন প্যান কার্ডের ফর্মে। সেই নাম উঠে আসবে তাঁর প্যান কার্ডেও।
ওই বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই কথাটিও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, প্যান কার্ডের আবেদন করতে গেলে একটি আর্থিক বর্ষে ২.৫ লক্ষ বা তার বেশি টাকা লেনদেন করতে হবে। প্রতি বছরের ৩১শে মে অাবেদন জানাতে হবে ৷
আয়কর দফতরের নির্দেশ ও আইন অনুযায়ী, একজন ব্যক্তির একটি প্যান কার্ড থাকবে৷ যদি একটি প্যান থাকা সত্ত্বেও আরেকটি প্যান-এর আবেদন করেন, সে ক্ষেত্রে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷ আয়কর দফতরের নির্দেশ ও আইন অনুযায়ী, একজন ব্যক্তির একটি প্যান কার্ড থাকবে৷ যদি একটি প্যান থাকা সত্ত্বেও আরেকটি প্যান-এর আবেদন করেন, সে ক্ষেত্রে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷
আরও পড়ুন : প্যান কার্ড সম্পর্কে ১০ টি আকর্ষনীয় তথ্য যা আপনি জানেন না
কীভাবে অনলাইনে প্যান কার্ড বানাবেন?
আরও পড়ুন : প্যান কার্ডের ভুল তথ্য সংশোধন করার পদ্ধতি (অনলাইন/অফলাইন)
মাত্র ১০১টাকা খরচ হবে এই আবেদন করতে৷ প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে৷ আয়কর দফতরের ওয়েবসাইটে ঢুকলেই অনলাইনে কী ভাবে আবেদন করবেন, তা পাওয়া যাবে৷ আয়কর দফতর জানাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড (NSD) ও UTITSL-এর সাইট থেকেই আবেদন করা যাবে৷ এই দুই সাইটের মধ্যেই যে কোনও একটিতে প্যান কার্ডের আবেদন করা যাবে৷ এই দুটিই অফিসিয়াল ওয়েবসাইট৷ অন্য কোনও সাইটের ফাঁদে পা না-দেওয়াটাই বুদ্ধিমানের৷ ক্লিক করুন https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html অথবা https://www.utiitsl.com/UTIITSL_SITE/pan/index.html লিঙ্কে৷