দেশের ১২ কোটি কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আজ অর্থাত্ রবিবার কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
PM Modi in Gorakhpur at launch of #PMkisan Yojna: For us also loan waivers would have been easy and convenient, we also could have distributed 'rewri' for political and election benefits, but we can't commit such a crime. Loan waiver benefits only a select few. pic.twitter.com/rJJNVVmCoU
— ANI UP (@ANINewsUP) February 24, 2019
আজ উত্তরপ্রদেশেরমুখ গোরক্ষপুর ও প্রয়াগরাজে সভা করবেন মোদি৷ সেখানেই প্রথম কিস্তিতে ২ হাজার টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে৷ ২০১৮ সালের ১ ডিসেম্বর অন্তর্বর্তী বাজেটে কিসান সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করা হয়েছিল।
এই প্রকল্পের আওতায় ৭৫,০০০ কোটি টাকা খরচ করবে সরকার। দুই একরের কম জমির মালিক প্রতি বছর পাবেন ৬ হাজার টাকা। যার প্রথম কিস্তি ২০১৯-এর ৩১ মার্চের মধ্যেই পাবেন কৃষকেরা।
‘কিষান সম্মান নিধি’ আর ‘কৃষক বন্ধু’ পার্থক্য কি?
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সি কৃষকের মৃত্যুতে রাজ্যের তরফে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। একই ভাবে বছরে যে কোনো একটি চাষের জন্য দু-ক্ষেপে একর প্রতি জমির জন্য কৃষককে দেওয়া হবে বার্ষিক ৫ হাজার টাকা। রাজ্যের প্রায় ৭২ লক্ষ কৃষককে এই অ্যাসিওরেন্স মডেলে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Read More : মোদীর উপহার, মাসিক ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন! জানুন কী করতে হবে?
অন্য দিকে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে ২ হেক্টর পর্যন্ত জমির মালিক কৃষককে বছরে ৬০০০ টাকা সরাসরি দেওয়া হবে সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মোট তিনটি পর্বে দেওয়া হবে এই অনুদান। এই প্রকল্পে উপকৃত হবেন দেশের ১২ কোটি কৃষক। এই খাতে বরাদ্দ হয়েছে ৭০ হাজার কোটি টাকা।