কেন কেউ দেখছে না সাহেবের চিঠি, এক্কাদোক্কা, দর্শকরাই জানালেন আসল কারণ

এই সপ্তাহেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হল সোনামণি সাহা (Sonamoni Saha) এবং প্রতীক সেনের (Prateek Sen) নতুন দুই ধারাবাহিক এক্কাদোক্কা (Ekka Dokka) ও সাহেবের চিঠি (Saheber Chithi)। মোহর ধারাবাহিকের পর ভক্তরা আবার নতুন দুই সিরিয়ালে ফিরে পেয়েছিলেন তাদের প্রিয় জুটি মোহদীপকে। তবে টিআরপির সেরা ১০ এর তালিকাতে নাম লেখাতে ব্যর্থ হয়েছে এই দুই সিরিয়াল। এই ফলাফলের জন্য প্রস্তুত ছিলেন না তাদের ভক্তরা।

একসঙ্গে একই সিরিয়ালে দুজনের সুযোগ না হলেও ভক্তরা ছিলেন আশাবাদী। কিন্তু সম্প্রচারের পর বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও টিআরপিতে সেভাবে সাড়া পাচ্ছে না দুটি ধারাবাহিক। এক্কাদোক্কা তাও প্রথম সপ্তাহে সেরা দশে জায়গা পেয়েছিল। কিন্তু সাহেবের চিঠি একবারও সেরা দশে ঢুকতে পারেনি।

মোহরের শঙ্খ এবং মোহরকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি লক্ষ্য করা গিয়েছিল, এই নতুন দুই ধারাবাহিকের ক্ষেত্রে কার্যত তার শিকি ভাগও নজরে পড়ছে না। কেন আচমকা প্রতীক এবং সোনামণির থেকে মুখ ফিরিয়ে নিলেন ভক্তরা? কেন এই দুই ধারাবাহিকের ভাল কনটেন্ট থাকা সত্ত্বেও টিআরপি জুটছে না? এই সকল প্রশ্নের উত্তর দিয়েছেন ভক্তরাই।

চলতি সপ্তাহের টিআরপি রেটিং চার্ট বেরোনোর পর যখন সাহেবের চিঠি এবং এক্কাদোক্কাকে আবার মুখ থুবড়ে পড়তে দেখা গেল তখন ভক্তরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ব্যর্থতার কারণ। তাদের দাবি তারা কখনও শঙ্খ এবং মোহরকে আলাদা দেখতে চাননি। তারা চেয়েছিলেন পরে যে ধারাবাহিকই আসুক না কেন প্রতীক এবং সোনামণি যেন জুটি হিসেবেই থাকেন।

নতুন যে দুটি ধারাবাহিক শুরু হয়েছে তাতে প্রতীকের বিপরীতে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সোনামণি সাহার বিপরীতে সপ্তর্ষি মৌলিককে অভিনয় করতে দেখা যাচ্ছে। তারা দুজনেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা সদস্য বলা যেতে পারে। কিন্তু দর্শকদের মনের মধ্যে গেঁথে রয়েছে মোহদীপের কেমিস্ট্রি। সেখানে তারা নতুন করে কাউকে কীভাবেই বা বসাবেন?

তাই ভক্তরা সাফ বলছেন প্রতীক এবং সোনামণিকে আলাদা করার ফল টের পাওয়া যাচ্ছে টিআরপি তালিকায়। যদিও তারা আশা রাখছেন ভবিষ্যতে এই দুটি ধারাবাহিকও টিআরপি পাবে। তবে প্রতীক এবং সোনামণি আলাদা হয়ে যাওয়াতে প্রথম থেকেই আকর্ষণ হারিয়েছেন তারা।