ডান চোখ লাফালে কী হয়? মেয়েদের চোখ লাফানো কি ভাল? চোখ লাফানোর কারণ কী?

চোখ লাফায় কেন? চোখ লাফানো ভাল না খারাপ? জানুন চোখ লাফানো বন্ধ করার উপায়

Eye Twitching : অনেক সময় দেখা যায় হঠাৎ করেই চোখ লাফাতে শুরু করেছে। এটা যেকোনও সময় যে কারও হতে পারে। তবে চোখ লাফালে আমরা সাধারণত আতঙ্কিত হয়ে পড়ি। একদিকে যেন মনে হয় চোখ লাফানো আসলে চোখের ক্ষতির দিকে ইঙ্গিত করছে। আবার অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে আছে নানা মিথ (Eye Twitching Superstition)। চোখ লাফানো নাকি শুভ এবং অশুভ ইঙ্গিত বহন করে। তবে আদতে চোখ লাফায় কেন? এটা ভালো না খারাপ সংকেত? জেনে নিন।

আমরা আমাদের মা-ঠাকুমাদের মুখে শুনেছি চোখ লাফানো বা চোখ নাচার নাকি দুই রকম ফল হয়। পুরুষের ক্ষেত্রে যদি ডান চোখ লাফায় তাহলে তা অত্যন্ত শুভ সংকেত বলে মানা হয়। পুরুষের ক্ষেত্রে ডান চোখ লাফানোর অর্থ তার কোনও মনস্কামনা পূর্ণ হবে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে এটা ঠিক উল্টো। যদি মহিলাদের ডান চোখ লাফায় তাহলে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় (Right Eye Twitching For Female)। আবার মহিলাদের বাম চোখ লাফানো শুভ বলে মানা হয়।

Right Eye Twitching

Right Eye Twitching Meaning? ডান চোখ লাফালে কি হয়?

তবে আদতে চোখ লাফায় কেন? চলুন জেনে নিই চোখের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন। আসলে চোখ নাচা বা চোখের লাফানোকে ডাক্তারি পরিভাষায় বলা হয় Myokymia। দিনে দু-একবার চোখ নাচা স্বাভাবিক বলেই মনে করেন চক্ষু বিশেষজ্ঞরা। কিন্তু যদি সেটা ঘন ঘন হতেই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নতুবা এটা হতে পারে চোখের কোনও রোগ যার চিকিৎসার প্রয়োজন।

Why Eye Twitching Happens? চোখের পাতা লাফায় কেন?

ডাক্তাররা বলেন আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করি যার কারণে চোখ লাফাতে শুরু করে। যেমন দীর্ঘক্ষণ ইলেকট্রনিক যন্ত্রের দিকে তাকিয়ে থাকা। মোবাইল-কম্পিউটার খুব বেশিক্ষণ ধরে ঘাঁটলে এই সমস্যা বাড়তে পারে। তাই একটানা দীর্ঘক্ষণ ইলেকট্রনিক স্কিনের দিকে না তাকিয়ে থেকে বরং ১০ মিনিট পর পর চোখ বন্ধ করুন। এছাড়া কাজের ফাঁকে ফাঁকে দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে পারেন।

Right Eye Twitching

How to stop Eye Twitching? চোখ লাফানো বন্ধ করার উপায়?

ডাক্তারদের মতে কিছু টিপস দৈনন্দিন জীবনে অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন দিনে পুষ্টিকর খাবার খেতে হবে এবং জল খেতে হবে। সেই সঙ্গে চাই পর্যাপ্ত ঘুম। অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলুন। টিভি, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল কম ব্যবহার করুন। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করতে হলে দূরে সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন।

Right Eye Twitching

আরও পড়ুন : শরীরের কোন স্থানে তিল থাকলে কী হয়? কোথায় কোথায় তিল থাকা সৌভাগ্যের লক্ষণ

Eye Twitching Remedies? চোখের পাতা লাফালে করণীয়?

এছাড়া যদি এতেও সমস্যা দূর না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের কাছে গিয়ে চোখের পরীক্ষা করে নিতে হবে। কারণ চশমার পাওয়ার বেড়ে গেলে অনেক সময় এমন হয়। চোখের কোনও এলার্জি থেকেও এমনটা হতে পারে। ধূমপান এবং মদ্যপানের আসক্তি চোখের সমস্যা বাড়িয়ে তোলে। চোখকে ধুলোবালির হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই চশমা ব্যবহার করুন।

আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?