করোনার ভ্যাকসিন ঠিক কখন আসবে জানিয়ে দিল WHO

উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। করোনা ভাইরাস এর শক্তি বৃদ্ধির মাঝে বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। সম্প্রতি অক্সফোর্ড বিদ্যালয় এর গবেষকদের তৈরি প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পর বিশ্বজুড়ে করো না হাত থেকে মুক্তি পাওয়ার আশা জেগে উঠেছে।

এখন সবার একটাই প্রশ্ন কবে মানুষ করোনা ভ্যাকসিন হাতে পেতে পারে? এখনই করোনা ভ্যাকসিন হাতে পাওয়ার কোন সম্ভাবনা নেই। অন্তত ২০২১ সাল পর্যন্ত। বুধবার এমনটাই জানিয়ে দিল WHO।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর জরুরী বিভাগের কর্তা মাইক রায়ান বলেন, “করুনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনেক অগ্রগতি করে ফেলেছি। অনেক ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। পরীক্ষা যেভাবে চলছে তাতে রোগীদের দেহ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে ভ্যাকসিন গুলি। কিন্তু আগামী বছরের আগে আমরা সাধারন মানুষকে এই টিকা দিতে পারব না”।

তিনি আরও বলেন, করোনা অতিমারীতে এই ভ্যাকসিনের গুরুত্ব অনেকটা। হু-র বিজ্ঞানীর কথায়, “এই ভ্যাকসিন শুধুমাত্র ধনীদের জন্যও নয়, শুধু গরীবদের জন্যও নয়। ভ্যাকসিন বিশ্বের প্রতিটি মানুষের জন্য তৈরি করা হচ্ছে।”

আমেরিকা ইতিমধ্যেই বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে মোটা অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে। ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হলে বেশিরভাগটাই কিনে নিতে চায় আমেরিকা। WHO আমেরিকার সেই ‘অপচেষ্টা’ই রুখে দিতে চাইছে বলে জানা যাচ্ছে।

বিশ্বজুড়ে আশা জাগিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন। এই ভ্যাকসিন প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালে সফল হয়েছে। এবার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলের অপেক্ষা আশানুরূপ ফল হলে এই ভ্যাকসিন তৈরি করার কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুন :- করোনা ভ্যাকসিন আবিষ্কারে কোন দেশ কতটা এগিয়ে? দেখে নিন তালিকা

অক্সফোর্ড ও এস্ট্রোজেনের সঙ্গে চুক্তি করে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ভ্যাকসিন তৈরি করবে। সবকিছু ঠিকঠাক চললে আগামী নভেম্বর মাসে করোনা ভ্যাকসিন বাজারে আসবে বলে জানিয়েছেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা। তবে তিনিও ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরের আগে করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে পৌঁছানো সম্ভব নয়।