স্কুল বাসের রঙ হলুদ হয় কেন ? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ

পথ নিরাপত্তায় দেওয়া হয়েছে বাড়তি নজর। বিশেষ করে শিশুদের জন্য। স্কুল থেকে বাড়ি আনার জন্য সবচেয়ে নিরাপদ স্কুল বাস। সমস্ত স্কুল বাসের রঙ হয় হলুদ। শুধু ভারতে নয় পৃথিবীর প্রায় সর্বত্রই স্কুল বাস হলুদ রঙের হয়। দেখতে ভালো লাগার জন্য নয় হলুদ রঙ করার পেছনে আছে নিরাপত্তাজনিত কারণ। এই হলুদ রঙকে বলা হয় ‘হাইওয়ে ইয়েলো’।

এই হলুদ রঙ কিন্তু অকারণে হয়না। স্কুল বা কলেজ বাসের সবসময় হলুদ রঙা হওয়ার পেছনে আছে একটি নির্দিষ্ট কারণ। আর সেটাও সম্পূর্ণ বৈজ্ঞানিক। আসুন দেখে নিই কি সেই কারণ। হলুদ রঙ খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

এমনকি আমাদের চোখের সোজাসুজি না থেকে যদি কোনাকুনি অবস্থান করে তবুও হলুদ রঙ বুঝতে আমাদের কোনও অসুবিধা হয় না। মনে হতে পারে সবচেয়ে বেশী দৃষ্টি আকর্ষণকারী রঙ লাল। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলুদ রঙের পার্শ্বীয় পেরিফেরাল ভিউ লাল রঙের থেকে ১.২৪ গুণ বেশী।

খারাপ আবহাওয়া বা কুয়াশার মধ্যেও কোনও গাড়ির চালক হলুদ রঙের স্কুল বাস দেখতে পাবেন সহজেই। ফলে হলুদ রঙের স্কুল বাস হওয়ায় পথ দুর্ঘটনা সম্ভাবনা কমে। এইসব কারণেই স্বয়ং সুপ্রিম কোর্টও স্কুল বাসে ‘হাইওয়ে ইয়েলো’ রঙ করার নির্দেশ দিয়েছে।

শুধু স্কুল বাস নয়, সড়ক বা বাড়ি নির্মানের জন্য ব্যবহৃত বড় বড় ক্রেন বা বুলডোজার গাড়িগুলিতেও একই কারণে হলুদ রঙ করা হয়। পথ দুর্ঘটনা ঘটে চলমান বস্তু দেরিতে দেখার কারণে। তাই বিপদের হাত থেকে বাঁচতে এবং দুর্ঘটনার প্রবণতা কমাতে স্কুল বাসে হলুদ রঙ করা হয়।