কোজাগরী লক্ষ্মীপূজায় কী কী উপকরণ লাগে? কীভাবে পুজো করলে খুশি হন মা লক্ষ্মী

Kojagari Lakshmi Puja Essential Items : বাড়িতে কোজাগরী লক্ষ্মীপূজোয় কী কী উপকরণ লাগে? এই বিশেষ জিনিসটি দিতে ভুলবেন না

Kojagari Lakshmi Puja 2023 : আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় বাঙালির কোজাগরী লক্ষ্মী পুজো (Lokkhi Pujo)। হিন্দুধর্ম মতে, লক্ষ্মী (Maa Lakshmi) হলে ধনসম্পত্তি ও সৌভাগ্যের দেবী। তাই ঘরে ঘরে ধনসম্পদের আশায় লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। কথিত আছে, সৌন্দর্য ও সম্পদের দেবী চঞ্চলা। তাই তাকে ঘরে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয় আপামর বাঙালিকে।

কারণ লক্ষ্মীপুজোর নিয়ম কানুন অনেক। কয়েকটি বিশেষ জিনিস আছে যেগুলো ছাড়া মা এর পুজো একেবারেই অসম্পূর্ণ। এদিন সকাল থেকেই গৃহিণীরা উপোস থেকে মায়ের আগমনের তোরজোড় শুরু করে দেন। সারাদিন যত্ন করে মায়ের আরাধনা করার সামগ্রী যোগাড় করে। কারণ পুজোয় এমন কিছু সামগ্রী থাকে যেগুলো ছাড়া মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না। চলুন সেই জেনে নিই পুজোতে কী কী সামগ্রী থাকতেই হবে।

MAA LAKSHMI

   

মা লক্ষ্মী অপরিষ্কার জায়গা একদম পছন্দ করেন না। তাই আগে ভালো করে পুজোর জায়গা পরিষ্কার করে নেবেন। তারপর গোটা বাড়ি বিশেষ করে বাড়ির সদর দরজা ও লক্ষ্মীর ঘটের কাছে অবশ্যই আল্পনা দিতে হবে। আল্পনা দেওয়ার সময় মায়ের পদচিহ্ন আঁকতে ভুলবেন না। পুজোর দিন গোটা বাড়িতে আলো জ্বালিয়ে রাখুন বিশেষ করে পুজোর জায়গায় সারাক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখবেন।

আর পুজোর যখন জোগাড় করবেন তখন অবশ্যই নিচে লেখা জিনিস গুলো দেবেন। যেমন, সিঁদুর, হরিতকী, ঘট, সরা, আতপ চাল, ঘট আচ্ছাদনের গামছা ১, হাঁড়ি ১, দর্পণ, পঞ্চগব্য, পঞ্চরত্ন, সশীষ ডাব ১, পুষ্প, দূর্ব্বো, মধুপর্কের বাটি, দধি, মধু , ফুলমালা ১ , চন্দ্রমালা ১ , গব্য ঘৃত, ১টি কুণ্ডহাঁড়ি, ১টি তেকাঠি, নারকেল, পান, চিনি, কর্পূর, পূর্ণ পাত্র, চিঁড়ে, শাড়ি। মূর্তিতে পুজো করলে এ সবের সঙ্গে নারায়ণের ধুতি ১, বালি, কাঠ, ঘৃত, হোমের বেলপাতা ২৮, টাকার কয়েন, ধানের শীষ ইত্যাদি।

MAA LAKSHMI

এরপর পূজাদ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে দিন। লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে আসছেন, তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে আঁকা লক্ষ্মীপদচিহ্নে দেবেন। এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপর দুর্বা ও একটু আতপ চাল ঘটে দিন। এটি অর্ঘ্য। এর সঙ্গে ফুলও দিতে পারেন। এরপর লক্ষ্মীকে চন্দনের ফোঁটা দিন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দিন।

আরও পড়ুন : কোজাগরী লক্ষ্মীপুজো কবে? কতক্ষণ থাকবে পূর্ণিমা? কীভাবে আরাধনা করলে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ

MAA LAKSHMI

আরও পড়ুন : মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন লক্ষ্মী পূজার স্পেশাল সন্দেশ, রইল রেসিপি

এরপর মা লক্ষ্মীকে ফুল দিন। তারপর প্রথমে ধূপ, তারপর প্রদীপ দেখান। শেষে নৈবেদ্য নিবেদন করুন। আর পুজো শেষে অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পড়বেন। তবে মনে রাখবেন মা বেশি আওয়াজ পছন্দ করেন না, তাই শান্ত মনে মাকে ডাকুন। তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্তাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে শান্তি এবং শ্রীবৃদ্ধি হবে।

আরও পড়ুন : মা লক্ষ্মীর কোপে পথের ভিখিরি হবেন, তুলসী গাছের আশেপাশে ভুলেও এই ৬টি জিনিস রাখবেন না