কেউ পেরয়নি স্কুলের গন্ডি কেউ যায়নি কলেজ, টলিউডের তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কতদূর

বঙ্গ রাজনীতির মঞ্চে এখন তারকা প্রার্থীদের (Celebrity Candidate) ভিড়। প্রতিটি দলই ভোট (West Bengal Assembly Election 2021) জিততে তারকা প্রার্থীদের জনপ্রিয়তার ওপর বাজি রেখেছেন। টলিউড (Tollywood) অভিনেত্রী  কৌশানী মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যশ দাশগুপ্তের মত তারকা প্রার্থীরা নিজেদের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন।

ভোটযুদ্ধের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্যপ্রত্যেকটি প্রার্থীই নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন যেখানে উল্লেখ করা আছে তাদের যাবতীয় সম্পত্তি থেকে শুরু করে তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে।ভোটের ময়দানে প্রচাররত এই সকল তারকা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কতদূর তা এক নজরে দেখে নিন।

কৌশানী মুখোপাধ্যায়

তৃণমূলের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে ভোটে দাঁড়িয়েছেন। হেরম্ব চন্দ্র কলেজ থেকে বাণিজ্য বিভাগে অনার্স করেছেন তিনি।

সোহম চক্রবর্তী

তৃণমূল যুব মোর্চার সহ-সভাপতি ‘প্রেম আমার’ সিনেমার নায়ক সোহম চক্রবর্তী চন্ডীপুর থেকে প্রার্থী হয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন তিনি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বাঁকুড়া সদর থেকে লড়ছেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়েছেন তিনি।

যশ দাশগুপ্ত

‘গ্যাংস্টার’ সিনেমার নায়ক যশ বিজেপির প্রার্থী হয়ে চন্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের বিখ্যাত এই নায়ক সিবিএস‌ই থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম দিয়েছেন।

জুন মালিয়া

মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটের ময়দানে সামিল হয়েছেন জুন।সিবিএস‌ই থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম দিয়েছেন তিনি।

লাভলী মিত্র

‘জল নুপুর’ ধারাবাহিকের চেনা মুখ লাভলী সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তিনি।

কাঞ্চন মল্লিক

তৃণমূলের উত্তরপাড়ার প্রার্থী কাঞ্চন মল্লিক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক হয়েছেন।

তনুশ্রী চক্রবর্তী

‘অভিশপ্ত নাইটি’সিনেমার নায়িকা তনুশ্রী শ্যামপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক পাশ করেছেন তিনি।

রাজ চক্রবর্তী

ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী ওরফে টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক।

দেবদূত ঘোষ

সংযুক্ত মোর্চার হয়ে ভোটযুদ্ধের লড়াইয়ে নেমেছেন দেবদূত ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেছেন তিনি।

হিরণ চট্টোপাধ্যায়

খড়গপুর সদর  বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন হিরণ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পাশ করেছেন তিনি।

পায়েল সরকার

বেহালা পূর্ব থেকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন পায়েল তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হয়েছেন।

শ্রাবন্তী

বিজেপির প্রার্থী শ্রাবন্তী বেহালা থেকে লড়ছেন। তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

পাপিয়া

যাদবপুর থেকে সাহিত্যে স্নাতকোত্তর পাশ করা  পাপিয়া বিজেপির উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন।

অঞ্জনা বসু

‘বধূবরণের’ জনপ্রিয় মুখ অঞ্জনা বসু বিজেপির অতিপরিচিত মুখ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক পাশ করেছেন তিনি।

চিরঞ্জিত

টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত বারাসাত থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক।