বিগত কয়েক দশকে ভারতে ভয়াবহ ভাবে বেড়েছে বায়ুদূষণ (Air Pollution) -র মাত্রা৷ এই সূক্ষ্ম ধূলিকণার দূষণ (Pollution) -র জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে হৃদরোগ এমনকি, ক্যানসারে পর্যন্ত আক্রান্ত হন মানুষ৷ আর এই বায়ু দূষণের জন্য একংশ দায়ী গাড়ি। তাই মাঝে মধ্যেই উচিত গাড়ির ধোঁয়া চেক করা। কিন্তু আপনি চাইলেও এই ধোঁয়া চেক সেন্টার খুলে মাসে মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে এই ব্যবসায় বিনিয়োগ করবেন।
গাড়ি নিয়ে রাস্তায় বেরতে গেলে বেশ কিছু নথি থাকা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট ওই সব নথি না থাকলে রাস্তায় জরিমানা দিতে হতে পারে। আর তার মধ্যে অন্যতম হলো পলিউশন টেস্টিং সার্টফিকেট। ১৯৮৯ সালের মোটর ভেইকল আইন আন্ডার পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।
তাই এখন প্রত্যেকটি গাড়ির মালিক এই সার্টিফিকেট বার করে রাখে নিজের কাছে। এই সার্টিফিকেট করা হয়ে থাকে পলিউশন টেস্টিং সেন্টার থেকে। সুতরাং, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি যদি একটি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে পারেন, তবে এ থেকে আপনি প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা সহজেই লাভ করতে পারবেন।
এই পলিউশন টেস্টিং সেন্টার খোলার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে https://puc.parivahan.gov.in/- ক্লিক করে PUC রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করতে হবে। আর তারপরেই আপনার সামনে ওপেন হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। সেখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি লেখার জায়গা দেওয়া থাকবে। সেই মত লিখে আর প্রয়োজনীয় সার্টিফিকেট দিয়ে আবেদন করে নিন।
তবে এই পলিউশন টেস্টিং সেন্টার এর ব্যাবসা খুলতে গেলে আরটিওর অনুমতির প্রয়োজন হয়। আর এর জন্য বছরে বছরে ৫০০০ টাকা করে জমা দিতে হবে। তার সঙ্গে এই ব্যবসা চালাতে গেলে দরকার পড়ে ওয়েব ক্যাম, দুষণ মাপার মেশিন,কম্পউটারের। অর্থাৎ আপনাকে এই ব্যাবসা শুরু করতে গেলে ৭০০০০ টাকারও বেশি বিনিয়োগ করতে হবে।
আরও পড়ুন : প্রিমিয়ামের থেকে মিলবে ৭ গুণ বেশি টাকা, মধ্যবিত্তদের জন্য নতুন স্কিম আনলো LIC
আরও পড়ুন : কয়েক মাসেই টাকা দ্বিগুণ! টাকা ডাবল করার দুর্ধর্ষ ৫ স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস
যেকোনো পলিউশন টেস্টিং সেন্টার থেকে সার্টিফিকেট বার করতে গেলে ১০০ থেকে ৫০ টাকা খরচ পড়ে। আর আপনি যদি মনে করে গাড়ি পিছু ৬০ টাকা করে নেবেন এবং রোজ যদি ২০ থেকে ৩০ টি গাড়ি আপনার সেন্টারে আসে তা হলে আপনার হাজারের উপরে রোজ ইনকাম হতে পারে। মাসে ইনকাম হবে ৩৬০০০ থেকে ৫৪০০০।